পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Actress Ananya Chatterjee Dies চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্য়া চট্টোপাধ্যায়

চলে গেলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্য়া চট্টোপাধ্যায় ৷ খবর অনুযায়ী বৃহস্পতিবার ভোরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী (Death of Ananya Chatterjee )৷

(Ananya Chatterjee Dies Due to Lung Infection)
চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্য়া চট্টোপাধ্যায়

By

Published : Aug 26, 2022, 3:15 PM IST

কলকাতা, 26 অগস্ট: চলে গেলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্য়া চট্টোপাধ্যায়(Bengali Actress Ananya Chatterjee) ৷ বাংলা চলচ্চিত্র জগতে স্বজন হারানোর ব্যথা যেন শেষই হতে চাইছে না ৷ খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ৷ জানা গিয়েছে, ফুসফুস জনিত সমস্য়ায় ভুগছিলেন অনন্যা(Ananya Chatterjee Dies Due to Lung Infection) ৷ আর সেই সংক্রমণের জেরেই মৃত্যু হয় তাঁর(Death of Ananya Chatterjee ) ৷

এই মুহূর্তে তিনি অভিনয় করছিলেন 'সোনা রোদের গান' নামক একটি ধারাবাহিকে ৷ বর্ষীয়ান এই অভিনেত্রী অভিনয় করেছেন একাধিক টেলিছবিতেও ৷ যার মধ্য়ে ছিল অনিন্দিতা সর্বাধিকারি পরিচালিত 'পরবর্তী সংবাদ দুপুর দু'টোর সময়' টেলিফিল্মও ৷ এই ছবিটি বেশকিছু পুরস্কারও জিতে নেয় ৷

এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে এদিন শোকবার্তা জ্ঞাপন করেন টেলি অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ও ৷ তিনি লেখেন, 'ওপারে ভালো থেকো অনন্যাদি ৷' শোকে মূহ্যমান তাঁর অন্যান্য সহ-অভিনেতা অভিনেত্রীরাও ৷ বহু ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীকে ৷ যদিও প্রতিভাবান এই অভিনেত্রী সেভাবে কখনও আলাদা করে প্রচারের আলো পাননি ৷ তবে অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা নিয়ে কোনও সন্দেহ নেই ছোটপর্দার দর্শকদের মনে ৷

আরও পড়ুন:হল কম পাওয়া নিয়ে কান্নাকাটি করতে নারাজ কলকাতা চলন্তিকার পরিচালক পাভেল

গত শনিবারও নাকি শ্যুটিংয়ে এসেছিলেন অনন্যা ৷ তারপরই অসুস্থতার জেরে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ অনন্যা চট্টোপাধ্যায়ের ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ৷ মায়ের সঙ্গে বেশ কয়েকটি প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তিনি ৷ টলিপাড়ার কেউই মেনে নিতে পারছেন না হঠাৎ করে অভিনেত্রীর ঘুমের দেশে চলে যাওয়ার বিষয়টি ৷

ABOUT THE AUTHOR

...view details