পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Janhvi Kapoor On Netizens: হট বা সুন্দরী ভাবলে আপত্তি নেই, অশ্লীল বলে দেখলে বড় বিব্রত লাগে: জাহ্নবী - নতুন ছবি গুডলাক জেরির প্রচারে জাহ্নবী

সোশাল মিডিয়ায় নানা ছবি ঘোরে, লোকে সেগুলিকে দেখে তাঁর সম্পর্কে 'অশ্লীল' ধারণা তৈরি করে নেয় যা তাঁকে ভীষণ বিব্রত করে(Janhvi Kapoor on her vulgar image) ৷ তাঁর নতুন ছবি 'গুডলাক জেরি'-র প্রচারে এসে জানালেন জাহ্নবী ৷

Janhvi Kapoor On Netizens
হট বা সুন্দরী ভাবলে আপত্তি নেই, অশ্লীল বলে দেখলে বড় বিব্রত লাগে:জাহ্নবী

By

Published : Jul 20, 2022, 8:41 PM IST

মুম্বই, 20 জুলাই:বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'গুডলাক জেরি'-র প্রচার নিয়ে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে একজন বিহারী অসহায় মেয়ের চরিত্রে ৷ যে কাজ খুঁজতে এসে অপরাধ জগতের অন্ধকারে জড়িয়ে পড়ে ৷ এই ছবির জন্য সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি জানান লোকে যখন তাঁর দিকে 'অশ্লীল' চোখে তাকায় তাঁর অত্যন্ত বিব্রত বোধ হয় ৷ তিনি জানিয়েছেন বিশেষত জিম থেকে বের হওয়ার সময় এই ঘটনা প্রায়ই ঘটে ৷

তাঁর মতে 'পাবলিক ফিগার' হিসাবে বিবেচিত হওয়ার জন্য তাঁকে বেশ কিছুটা মূল্য দিতেই হয়েছে ৷ সোশাল মিডিয়ায় নানা ছবি ঘোরে, লোকে সেগুলিকে দেখে তাঁর সম্পর্কে 'অশ্লীল' ধারণা তৈরি করে নেয় যা তাঁকে ভীষণ বিব্রত করে(Janhvi Kapoor on her vulgar image) ৷ তিনি বলেন, "জিমেই সবথেকে বেশি সময় মানুষজন আমাকে দেখে ৷ কোনও কোনও দিন আমি শুধুমাত্র আরামদায়কভাবে থাকতে পছন্দ করি ৷ কোনও একটা নির্দিষ্ট কোন থেকে ছবি তুললে তা অশ্লীল দেখাবে কি না, তা নিয়ে ভাবনা চিন্তা করি না ৷"

তিনি এও জানান কেউ যদি তাঁকে আকর্ষণীয় বা সুন্দরী মনে করেন তা নিয়ে তাঁর কিছু বলার নেই ৷ তবে 'অশ্লীল' বলে বিবেচনা করলে তাঁর খারাপ লাগে ৷ অভিনেত্রী বলেন, "আমি মনে করি না কোনও মেয়ে বাড়ি থেকে এমনভাবে বাইরে বের হন যাতে তাঁকে অশ্লীল দেখায় ৷ কিন্তু কখনও কখনও এমনভাবে আপনার ছবি তোলা হয় অথবা এমনভাবে লোকে আপনাকে নিয়ে ভাবতে শুরু করে এবং আপনার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করে...অথচ আপনি শুধুমাত্র এই কারণেই এই পোশাকটি পড়েছেন যাতে আপনার কম্ফোর্টেবল মনে হয় ৷ এটাই আমায় বিব্রত করে ৷"

আরও পড়ুন:এবার 'বাবলি বাউন্সার' রূপে পর্দায় আসছেন তামান্না, মুক্তি কবে?

'গুডলাক জেরি' ছবিতে জাহ্নবী ছাড়াও দেখা যাবে দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ট, নীরজ সুদ এবং সুশান্ত সিংকে । ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই এবং সুবাস্করন ৷ ডিসনিপ্লাস হটস্টারে এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 29 জুলাই ৷

ABOUT THE AUTHOR

...view details