মুম্বই, 20 জুলাই:বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'গুডলাক জেরি'-র প্রচার নিয়ে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে একজন বিহারী অসহায় মেয়ের চরিত্রে ৷ যে কাজ খুঁজতে এসে অপরাধ জগতের অন্ধকারে জড়িয়ে পড়ে ৷ এই ছবির জন্য সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি জানান লোকে যখন তাঁর দিকে 'অশ্লীল' চোখে তাকায় তাঁর অত্যন্ত বিব্রত বোধ হয় ৷ তিনি জানিয়েছেন বিশেষত জিম থেকে বের হওয়ার সময় এই ঘটনা প্রায়ই ঘটে ৷
তাঁর মতে 'পাবলিক ফিগার' হিসাবে বিবেচিত হওয়ার জন্য তাঁকে বেশ কিছুটা মূল্য দিতেই হয়েছে ৷ সোশাল মিডিয়ায় নানা ছবি ঘোরে, লোকে সেগুলিকে দেখে তাঁর সম্পর্কে 'অশ্লীল' ধারণা তৈরি করে নেয় যা তাঁকে ভীষণ বিব্রত করে(Janhvi Kapoor on her vulgar image) ৷ তিনি বলেন, "জিমেই সবথেকে বেশি সময় মানুষজন আমাকে দেখে ৷ কোনও কোনও দিন আমি শুধুমাত্র আরামদায়কভাবে থাকতে পছন্দ করি ৷ কোনও একটা নির্দিষ্ট কোন থেকে ছবি তুললে তা অশ্লীল দেখাবে কি না, তা নিয়ে ভাবনা চিন্তা করি না ৷"