পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Cannes Film Festival : দীপিকাই প্রথম নন, কান চলচ্চিত্র উৎসবে জুরি হয়েছেন আরও অনেক বলিতারকা - কান চলচ্চিত্র উৎসবে জুরি বিভাগে স্থান পাওয়া অভিনেত্রী দীপিকা প্রথম নন রয়েছেন আরও অনেক বলিসুন্দরী

75তম কান চলচ্চিত্র উৎসবে জুরি হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । তবে তিনিই প্রথম ভারতীয় নন, যাঁকে এই সুযোগ দিল কান চলচ্চিত্র উৎসব কমিটি ৷ এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন বলিসুন্দরী এবং তারকার নাম (Cannes Film Festival Jury Bollywood) ৷

Cannes Film Festival
কান চলচ্চিত্র উৎসবে জুরি বিভাগে স্থান পাওয়া অভিনেত্রী দীপিকা প্রথম নন রয়েছেন আরও অনেক বলিসুন্দরী

By

Published : Apr 28, 2022, 5:03 PM IST

নয়া দিল্লি, 28 এপ্রিল :75তম কান চলচ্চিত্র উৎসবে জুরি হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone Cannes Jury Member) ৷ মঙ্গলবার রাতে সংস্থার পক্ষ থেকে জুরি সভাপতি এবং অন্যান্য সদস্য়েদের নাম ঘোষণা করা হয়েছে ৷ আর সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি ৷ অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদি, জেফ নিকোলস, রেবেকা হল, নুমি-সহ জুরি বিভাগের অন্যান্য সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনিও ৷ তবে তিনিই কিন্তু প্রথম ভারতীয় নন যাঁকে এই সম্মান দিল কান চলচ্চিত্র উৎসব কমিটি ৷ এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন বলিসুন্দরী এবং তারকার নাম (Cannes Film Festival Jury Bollywood)৷

  1. ঐশ্বরিয়া রাই বচ্চন :এক্ষেত্রে প্রথমেই এসে পড়ে বচ্চন পরিবারের পুত্রবধূ তথা অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চনের নাম ৷ 2002 সালে শেখর কাপুরের সঙ্গে প্রথমবার কান ফ্লিম ফেস্টিভ্যালে পা রেখেছিলেন এই বলিসুন্দরী ৷ সেবার সঙ্গী ছিল তাঁর ছবি 'দেবদাস' ৷ ঠিক তার পরের বছর অর্থাৎ 2003 সালেই প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী হিসাবে জুরি হন তিনি ৷
  2. শর্মিলা ঠাকুর :2009 সালে জুরি হওয়ার সুযোগ লাভ করেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ তার আগেই অবশ্য 1962 সালে সত্যজিৎ রায় পরিচালিত এবং শর্মিলা অভিনীত 'দেবী' ছবিটি ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছিল ৷
  3. বিদ্যা বালন :বলিউডের আরেক সুন্দরী তথা প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালনও কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হয়েছিলেন ৷ 2013 সালে 66তম কান চলচ্চিত্র উৎসবে এই সম্মান পান তিনি ৷
  4. শেখর কাপুর : 'মিস্টার ইন্ডিয়া' ছবির পরিচালক শেখর কাপুর এই সুযোগ পেয়েছিলেন 2010 সালে ৷ এর আগে 1994 সালে তাঁর পরিচালিত ছবি 'ব্যান্ডিট কুইন' এই উৎসবে দেখানোও হয়েছিল ৷
  5. মীরা নায়ার :পরিচালক এবং প্রযোজক, মীরা নায়ার 1990 সালে কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হিসাবে কাজ করেছিলেন । এর আগেই 1988 সালে তাঁর ছবি 'সালাম বোম্বে' জিতে নিয়েছিল অডিয়েন্স অ্যাওয়ার্ড ।

ABOUT THE AUTHOR

...view details