হায়দরাবাদ, 21 জুলাই: চলতি উইকএন্ডে বিনোদনের ডালি নিয়ে হাজির একাধিক ছবি ৷ প্রেক্ষাগৃহে বলিউড ছবির মুক্তি না-থাকলেও রয়েছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি মার্গট রবি অভিনীত গ্রেটা গারউইগের 'বার্বি' বা সিলিয়ান মারফি অভিনীত ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' ৷ কিন্তু, আপনি যদি বাড়িতে বসেই বিনোদনের আনন্দ নিতে চান তাহলে সেখানেও তালিকাটা নেহাত ছোট নয় ৷ চলতি সপ্তাহে কোন কোন ছবি রয়েছে ওটিটি-তে মুক্তির তালিকায় জেনে নিন এক নজরে ৷
বাওয়াল: বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত বাওয়াল মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে ৷ নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 21 জুলাই ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এক অন্যরকম ভালোবাসার গল্প বলবে এই ছবি ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ও জাহ্নবী ৷ কেমন হয় এই জুটির কেমিষ্ট্রি, তা জানতে হলে অ্যামাজন প্রাইমে দেখতে হবে বাওয়াল ৷
ট্রায়াল পিরিয়ড: 'বাধাই হো' প্রযোজক আলেয়া সেন হাজির হয়েছেন আরও এক ফ্যামিলি কমেডি ড্রামা নিয়ে ৷ জিও সিনেমায় 21 জুলাই প্রিমিয়ার হয়েছে ট্রায়াল পিরিয়ড-এর ৷ জেনেলিয়া দেশমুখ ও মানব কৌল অভিনীত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ একজন সিঙ্গল মা তাঁর ছেলের জন্য বাবা ভাড়া করেন, তাও মাত্র 30 দিনের জন্য ৷ এই 30টা দিনের জার্নি কীরকম হতে পারে, তারই উত্তর দেবে ট্রায়াল পিরিয়ড ৷
আরও পড়ুন: বিবেকের পর এবার বিগ বি, আবারও বড়পর্দায় প্রধানমন্ত্রী মোদির গল্প?