হায়দরাবাদ, 9 জুলাই: অপেক্ষার অবসান ৷ রবিবার প্রকাশ্যে এল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ছবির ট্রেলার ৷ পরিচালক নীতেশ তিওয়ারি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এক ভালোবাসার গল্প বলবে বাওয়াল ৷
প্রথমবার বলিউডে জুটি বেঁধেছেন 'অক্টোবর' খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান ও 'মিমি' অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ শুরু থেকেই এই জুটি রয়েছে চর্চায় ৷ কিছুদিন আগেই সামনে এসেছিল এই ছবির টিজার ৷ যেখানে জাহ্নবী ও বরুণের অন স্ক্রিন রসায়ন নজর কেড়েছে দর্শকদের ৷ মজার মোড়কে ভালোবাসার অলি-গলি চেনাবে এই ছবি ৷ টিজার শেয়ার করে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন বরুণ ৷ তিনি ক্যাপশনে লিখেছিলেন, "ভালোবাসা সহজে আসে না ৷ কিছু বাওয়ালের জন্য তাই প্রস্তুত থাকতেই হবে ৷"
রবিবার সামনে আসে ছবির ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় প্রাইম ভিডিয়ো ট্রেলারটি শেয়ার করেছে ৷ পোস্টে লেখা, "ভালোবাসা থেকে বাওয়াল পর্যন্ত একটা জার্নি ৷ 21 জুলাই ওভার দ্য টপে মুক্তি পাচ্ছে বাওয়াল ৷" ট্রেলারে দেখা গিয়েছে, অজয় (বরুণ ধাওয়ান) ও নিশার (জাহ্নবী কাপুর) মিষ্টি প্রেমের শুরু ৷ অজয় লখনউয়ের একজন স্কুলের শিক্ষক, যাকে সকলেই ভালোবাসে ৷ অন্যদিকে, নিশা খুব সাধারণ অথচ আকর্ষণীয় এক মেয়ে যাঁর স্বপ্ন জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়া ৷ কিন্তু ভালোবাসার পথ অতটাও সহজ নয় ৷ তার খোঁজ পেতে গেলে লড়াইটাও হবে কঠিন ৷