হায়দরাবাদ, 24 জুলাই:বক্স অফিসে লড়াই রীতিমতো জমে উঠেছে দুই যুযুধান পক্ষের মধ্যে ৷ একদিকে রয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত নতুন ছবি 'ওপেনহাইমার' আর অন্যদিকে গ্রেটা গেরিং পরিচালিত 'বার্বি' ৷ রায়ান গসলিং এবং ম্যারগট রবির 'বার্বি' রবিবার বেশ অনেকটাই ওপরে উঠে এসেছে বক্স অফিসের লড়াইয়ের নিরিখে ৷ যদিও ভারতের হিসাব দেখতে গেলে 'ওপেনহাইমার'-এর পাল্লা কিন্তু ভারী ৷ আবার বিশ্ব বাজারে নোলানকে টেক্কা দিয়েছেন গ্রেটা ৷
স্যাকনিল্কের রিপোর্ট বলছে, রবিবার 'বার্বি'-র শুধু ভারতের হিসাবে আয় ছিল 7 কোটি টাকা ৷ এর আগে শুক্রবার 5 কোটি এবং শনিবার 6.5 কোটির ব্যবসা করেছিল 'বার্বি' ৷ অর্থাৎ মোট আয় দাঁড়িয়েছে 18.50 কোটিতে ৷ অন্যদিকে নোলানের ছবি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে ৷ যদিও কেউ কেউ ছবি নিয়ে আলোচনা করতে গিয়ে এও বলেছেন যে 'ওপেনহাইমার'-কে বড় বেশি তথ্যে ভরপুর এবং জটিল করে তুলে ধরেছেন নোলান ৷ তবে ছবির প্রশংসাতেও অনেকেই পঞ্চমুখ ৷ আর তারই প্রভাব দেখা গেল এই ছবিতেও ৷