পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bappi Lahiri Birth Anniversary: 'ইয়াদ আ রাহা হ্যায় তেরা পেয়ার', জন্মদিনে স্মরণে বাপ্পিদা - বাপ্পি লাহিড়ী

আজ 70তম জন্মদিন বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri)৷ এ বার প্রথম জন্মদিন, যে দিন তিনি আর এই পৃথিবীতে নেই ৷ তবে তাঁর (Bappi Lahiri Birth Anniversary) গানে গানেই তাঁকে স্মরণ করছেন অনুরাগীরা ৷

Bappi Lahiri Birth Anniversary: Lesser known facts about evergreen singer
'ইয়াদ আ রাহা হ্যায় তেরা পেয়ার', জন্মদিনে স্মরণে বাপ্পিদা

By

Published : Nov 27, 2022, 2:19 PM IST

কলকাতা, 27 নভেম্বর:ভারতীয় সঙ্গীতকে যিনি নয়া দিশা দিয়েছিলেন, বদলে দিয়েছিলেন সঙ্গীতের সংজ্ঞা, নয়া দৃষ্টিভঙ্গিতে যিনি ঝড় তুলেছিলেন শ্রোতাদের মনে, তিনি আর কেউ নন ৷ 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri Birth Anniversary)৷ আজ তাঁর 70তম জন্মদিন ৷ এ বছরই আপামর সঙ্গীতপ্রেমীকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ৷ তবে তাঁর সৃষ্টি চিরকাল আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে বাপ্পিদাকে ৷ জন্মদিনে (Bappi Lahiri) একনজর চোখ বুলিয়ে নেব তাঁর বর্ণময় জীবনের দিকে ৷

9000-এরও বেশি গান তৈরি করেছেন বাপ্পিদা ৷ 1986 সালটা তাঁর জন্য ছিল সবচেয়ে উল্লেখযোগ্য ৷ সে বছর 33টি ছবিতে 180টি গান গেয়েছিলেন তিনি ৷ যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে দেয় বাংলার বাপ্পি লাহিড়ীকে ৷ তাঁর বিখ্যাত গান 'জিমি জিমি আ জা' 45টি বিদেশি ভাষায় ডাবিং করার জন্য বিশ্বরেকর্ড করেছে । সম্প্রতি এই গান তোলপাড় ফেলে দিয়েছে প্রতিবেশী চিনে ৷ কোভিড লকডাউনের কড়াকড়ির প্রতিবাদে চিনারা বাপ্পিদার গানের স্মরণাপন্ন হয়েছেন ৷ টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই গান গাওয়া বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ দিনকয়েক আগে চিনে আবার কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে নাগরিকদের বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ সেই লকডাউনের প্রতিবাদ জানিয়ে চিনারা গেয়ে ওঠেন 'জিমি জিমি আ জা'৷ মান্দারিন ভাষায় জিমির অর্থ 'আমাকে ভাত দাও'৷ অর্থাৎ এই গানের কথার সঙ্গে মিলিয়ে চিনারা সরকারকে বার্তা দেয়, 'আমায় কে ভাত দেবে ? ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে ।'

দেশের রাজনীতিতে পা রেখেছিলেন বাপ্পিদা ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় জনতা পার্টির তৎকালীন জাতীয় সভাপতি রাজনাথ সিং-এর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন ৷ তাঁকে 2014 সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি ৷ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান বাপ্পিদা ।

আরও পড়ুন:কতটা সোনার মালিক বাপ্পি লাহিড়ী ? রইল চমকপ্রদ কিছু অজানা তথ্য

তবে কেরিয়ারের শুরু থেকেই সঙ্গীতের আসরে কোনওদিন হারের মুখ দেখতে হয়নি বাপ্পি লাহিড়ীকে ৷ 1952 সালের 27 নভেম্বর জলপাইগুড়িতে শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ পরিবারে জন্ম অলোকেশ লাহিড়ীর ৷ তাঁর বাবা অপরেশ লাহিড়ী ছিলেন একজন বিখ্যাত বাঙালি গায়ক এবং তাঁর মা বনশোরী লাহিড়ী ছিলেন একজন সঙ্গীতশিল্পী যিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতে পারদর্শী ছিলেন । বাপ্পিদা ছিলেন তাঁদের একমাত্র সন্তান । মাত্র তিন বছর বয়সে টেবিল বাজানো দিয়ে শুরু ৷ এরপর স্যাক্সোফোন এবং গিটারের মতো বিভিন্ন যন্ত্র শিখতে থাকেন তিনি । তাঁর মামা কিংবদন্তি গায়ক কিশোর কুমার এবং তাঁর বাবা-মা বাপ্পিদার সঙ্গীত সৃষ্টির অন্যতম অনুঘটক ৷ প্রাথমিকভাবে তাঁর বাবা-মায়ের কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার পর 19 বছর বয়সে একটি বাংলা চলচ্চিত্র 'দাদু' (1972)-তে প্রথম সুযোগ পান বাপ্পি লাহিড়ী । তার পরের বছর প্রথম হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত সৃষ্টি করেন তিনি ৷ ছবির নাম 'নানহা শিকারি' ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি ৷ ডিস্কো ডান্সার, গোরি হ্যায় কালাইয়া, ইয়াদ আ রাহা হ্যায়, তাম্মা তাম্মা, নাকাবন্দি, রাত বাকি বাত বাকি - এমন বহু গান তৈরি করেছেন বাঙালি এই গায়ক, যা গোটা দেশের কাছে বদলে দিয়েছিল সঙ্গীতের চিন্তাধারাকে ৷ 63তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন বাপ্পিদা ।

চলতি বছর 15 ফেব্রুয়ারি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে চিরঘুমে চলে যান এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী ৷ প্রয়াণের পর আজই তাঁর প্রথম জন্মদিন ৷ এই দিনে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ আমাদের তরফ থেকেও রইল শ্রদ্ধা ৷

ABOUT THE AUTHOR

...view details