কলকাতা, 27 নভেম্বর:ভারতীয় সঙ্গীতকে যিনি নয়া দিশা দিয়েছিলেন, বদলে দিয়েছিলেন সঙ্গীতের সংজ্ঞা, নয়া দৃষ্টিভঙ্গিতে যিনি ঝড় তুলেছিলেন শ্রোতাদের মনে, তিনি আর কেউ নন ৷ 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri Birth Anniversary)৷ আজ তাঁর 70তম জন্মদিন ৷ এ বছরই আপামর সঙ্গীতপ্রেমীকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ৷ তবে তাঁর সৃষ্টি চিরকাল আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে বাপ্পিদাকে ৷ জন্মদিনে (Bappi Lahiri) একনজর চোখ বুলিয়ে নেব তাঁর বর্ণময় জীবনের দিকে ৷
9000-এরও বেশি গান তৈরি করেছেন বাপ্পিদা ৷ 1986 সালটা তাঁর জন্য ছিল সবচেয়ে উল্লেখযোগ্য ৷ সে বছর 33টি ছবিতে 180টি গান গেয়েছিলেন তিনি ৷ যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে দেয় বাংলার বাপ্পি লাহিড়ীকে ৷ তাঁর বিখ্যাত গান 'জিমি জিমি আ জা' 45টি বিদেশি ভাষায় ডাবিং করার জন্য বিশ্বরেকর্ড করেছে । সম্প্রতি এই গান তোলপাড় ফেলে দিয়েছে প্রতিবেশী চিনে ৷ কোভিড লকডাউনের কড়াকড়ির প্রতিবাদে চিনারা বাপ্পিদার গানের স্মরণাপন্ন হয়েছেন ৷ টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই গান গাওয়া বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ দিনকয়েক আগে চিনে আবার কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে নাগরিকদের বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ সেই লকডাউনের প্রতিবাদ জানিয়ে চিনারা গেয়ে ওঠেন 'জিমি জিমি আ জা'৷ মান্দারিন ভাষায় জিমির অর্থ 'আমাকে ভাত দাও'৷ অর্থাৎ এই গানের কথার সঙ্গে মিলিয়ে চিনারা সরকারকে বার্তা দেয়, 'আমায় কে ভাত দেবে ? ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে ।'
দেশের রাজনীতিতে পা রেখেছিলেন বাপ্পিদা ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় জনতা পার্টির তৎকালীন জাতীয় সভাপতি রাজনাথ সিং-এর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন ৷ তাঁকে 2014 সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি ৷ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান বাপ্পিদা ।