পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bagha Jatin Trailer: 'আমরা মরবো তবেই দেশ জাগবে'- প্রকাশ্যে বাঘা যতীন ট্রেলার, দেবকে দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা - বাঘা যতীন

আলিপুর মিউজিয়ামে দর্শকদের উপস্থিতিতে প্রকাশ্যে এল অরুণ রায় পরিচালিত 'বাঘা যতীন' ছবির ট্রেলার ৷ ট্রেলারে শিহরণ জাগায় দেবের সংলাপ ৷ সোশাল মিডিয়ায় ট্রেলার দেখে প্রশংসা অনুরাগীদের ৷

Etv Bharat
প্রকাশ্যে বাঘা যতীন ট্রেলার

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 11:57 AM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: প্রতীক্ষার অবসান ৷ মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির ট্রেলার ৷ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে বাংলার দর্শক পেতে চলেছে অভিনেতা দেবকে ৷ সোমবার আলিপুর মিউজিয়ামে দর্শকদের উপস্থিতিতে প্রকাশ্যে এল অরুণ রায় পরিচালিত বাঘা যতীন ছবির ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা ৷

ভারত স্বাধীনে বিপ্লবীদের বীর গাঁথা বারবার ধরা পড়েছে সেলুলয়েডে ৷ সেই তালিকায় নতুন সংযোজন বাঘা যতীন ৷ ইতিহাসের পাতা থেকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বাস্তব ও রূঢ় কাহিনি রূপোলি পর্দায় তুলে ধরলেন পরিচালক অরুণ রায়।

ট্রেলারের শুরুতেই দর্শক জানতে পারে বাঘা যতীনের খালি হাতে বাঘ মারার গল্প ৷ একটি ছোট ছেলে জানতে চায় সেই কাহিনী ৷ ছোট্ট ছেলের সেই প্রশ্নে বাঘা জানান, "প্রাণী হত্যা যে মহাপাপ ৷ ভুল করেছিলাম ৷" তারপরেই ট্রেলার উঠে আসে একের পর এক শিহরণ জাগানো দৃশ্য ৷

কিংসফোর্ডকে হত্যা, আলিপুর বোমা হামলা ইতিহাসের পাতা থেকে সেলুলয়েডের পর্দায় বীর বাঙালির যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে বঙ্গবাসী ৷ কখনও ধুতি,পাঞ্জাবি কোটে আবার কখনও ছদ্মবেশে ব্রিটিশ সম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন যিনি, সেই বাঘা যতীন তথা দেবের মুখে ট্রেলারে উঠে এসেছে একাধিক রক্তগরম করা সংলাপ ৷ ট্রেলারে শিহরণ জাগায় দেবের সংলাপ ৷ তিনি বলেন, "কোটি কোটির ভারতবাসীদের জাগিয়ে তোলার জন্য, নিজেদের উত্তর প্রজন্মকে একটা স্বাধীন মাতৃভূমি উপহার দেওয়ার জন্য আমরা মরবো তবেই দেশ জাগবে ৷"

এর আগে পর্দায় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেখা গিয়েছিল দেবকে ৷ সেই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল ৷ আবারও তিনি নতুন একটি বায়োপিকে ৷ পাশাপাশি, মুক্তি পেয়েছে ছবির বেশ কয়েকটি গান ৷ যা ইতিমধ্যেই ট্রেন্ডিং সোশাল মিডিয়ায় ৷ অরিজিৎ সিং, রূপম ইসলামের মতো শিল্পীরা গলা দিয়েছেন বাঘা যতীন ছবির গানে ৷ দেবের পাশাপাশি ছবিতে অন্যতম চরিত্রে দেখা যাবে সৃজা, সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, সামিউল ইসলাম, শোয়েব কবীরের মতো শিল্পীরা ৷ 19 অক্টোবার পুজোর আবহে পর্দায় বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পেতে চলেছে বাঘা যতীন ৷

আরও পড়ুন: মোদি-মনমোহনের পর নীতিন গড়কড়ির জীবন এবার সেলুলয়েডে! প্রকাশ্যে টিজার

ABOUT THE AUTHOR

...view details