পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rituparna New Projects: আসছে টলিক্যুইন ঋতুপর্ণার ডাবল ধামাকা, অপেক্ষায় অনুরাগীরা - আসছে টলিক্যুইনের ডাবল ধামাকা

26 মে মুক্তি পেতে চলেছে 'বিউটিফুল লাইফ' ৷ আর তারপরই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'দত্তা' ৷ আবার রবীন্দ্র জয়ন্তীতে দেখা গেল তাঁর নৃত্যশৈলীও ৷

Rituparna New Projects
আসছে ঋতুপর্ণার ডাবল ধামাকা

By

Published : May 10, 2023, 4:36 PM IST

Updated : May 11, 2023, 11:50 AM IST

কলকাতা, 10 মে: তিনি টলিকুইন। পরপর ছবি মুক্তি তাঁর জীবনে নতুন কোনও ঘটনা নয়। চলতি বছরেও ঘটতে চলেছে তেমনই ঘটনা । পরপর মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্তের দু'টি ছবি ৷ 26 মে 'বিউটিফুল লাইফ'-এর পর 16 জুন মুক্তি পাবে 'দত্তা'। এর আগে চলতি বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন উপলক্ষে সায়েন্স সিটি অডিটোরিয়ামে নিজের নৃত্যশৈলিতে আরও একবার ভক্তদের মন ভরালেন অভিনেত্রী ।

সম্প্রতি হাজির হয়েছে নির্মল চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি 'দত্তা'র পোস্টার । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি ৷ প্রথম ছবিতেই মুখ্য চরিত্র বিজয়া হিসেবে বন্ধু ঋতুকেই বেছে নিয়েছেন পরিচালক । উল্লেখ্য, প্রথমবার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত কোনও ছবির পোস্টার বানিয়ে আপ্লুত প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য ।

দিনকয়েক আগেই ছবি নিয়ে স্মৃতির সাগরে ডুব দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । আর এবার জানা গেল ছবি মুক্তির দিনক্ষণ । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস নিয়ে এর আগেও বাংলা ছবি হয়েছে টলিউডে। কখনও সুনন্দা দেবী আবার কখনও সুচিত্রা সেন অভিনয় করেছেন বিজয়ার চরিত্রে । আর এবার ঋতুপর্ণা সেনগুপ্ত । তাঁর প্রযোজনাতেই এই ছবি। তাই দায়িত্ব এবং ভাবনা দুই রকমের । এই ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ বিজয়া থুড়ি ঋতুপর্ণা সেনগুপ্ত । নির্মল চক্রবর্তী বলেন, "আর কিছুদিন পরে দত্তা নিয়ে বিস্তারিত জানাব আমরা। এখনও ছবি মুক্তির বেশ কিছুদিন বাকি আছে।"

ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ঋতু ও টোটা
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, দেবলীনা কুমার প্রমুখ।
26 মে মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণার নতুন ছবি বিউটিফুল লাইফ

ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'বিউটিফুল লাইফ' ছবিটিও মুক্তি পেতে চলেছে 26 মে। এই ছবিতে তাঁর বন্ধুর চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী। অনেকদিন পর দু'জনকে একসঙ্গে দেখা যাবে কোনও ছবিতে। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিভিন্ন মুডে ধরা দিলেন দু'জনে। তাঁর এই নতুন ছবি এবার কেমন হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন:দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, মত সেন্সরবোর্ডের সদস্যের

Last Updated : May 11, 2023, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details