ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Babul on Arijit: সুরকার হলে নিজের বদলে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চান বাবুল - Babul on Arijit

নিজে সুর করলে কিন্তু নিজে গান গাইবেন না বাবুল সুপ্রিয় ৷ তাঁর পছন্দের শিল্পী কে? ইটিভি ভারতের প্রশ্নের জবাবে শিল্পী বলেন, "অরিজিৎ সিং। আমি কখনও গানের সুর করলে নিজে না গেয়ে অরিজিৎ সিং-কে দিয়ে গাওয়াব । এই সময়ে ওঁর মতো ভার্সেটাইল গায়ক আর কোথায় আছে (Babul Shares His Thoughts on Arijit) ?"

Babul on Arijit
সুরকার হলে নিজের বদলে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চান বাবুল
author img

By

Published : Aug 3, 2022, 9:37 AM IST

কলকাতা, 3 অগস্ট:সম্প্রতি হাজির হয়েছে বাবুল সুপ্রিয় এবং প্রকৃতি কক্করের কণ্ঠে ভালোবাসার গান 'সওদেবাজিয়াঁ'। পঞ্জাবি এবং হিন্দি ভাষার মিশেলে প্রীতমের 'জ্যাম এইট'-এর অনবদ্য মিউজিক সিরিজ 'রোপোসো জামরুম' মিউজিক সিরিজের একটি গান এই 'সওদেবাজিয়াঁ'। মনের সঙ্গে মনের সওদা করার এই গান ইতিমধ্যেই দর্শক ও শ্রোতার মনে জায়গা করে নিয়েছে ।

আজকের জমানায় গানের হাল-হকিকত নিয়ে বলতে গিয়ে শিল্পী বলেন, "বাংলা থেকে নন ফিল্মি গান হারিয়ে যাচ্ছে । একটা সময় ছিল যখন অনেক বাংলা আধুনিক গান দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর তা ছবিতে ব্যবহার করা হয়েছে । আজ সেই ট্রেন্ড কোথায়? সব গানই তো ছবির । আধুনিক গান তৈরি হলেও তা সেভাবে টিকে থাকছে না । পঞ্জাবে আজও ওখানকার ভাষার আধুনিক গান বেশি জনপ্রিয় । সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন মিউজিক সিরিজের মাধ্যমে নন ফিল্মি গান নিয়ে আসা বেশ প্রশংসার দাবি রাখে ।"

বলাবাহুল্য, এই শিল্পীর কণ্ঠে একাধিক হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় সব গান উপহার পেয়েছে সঙ্গীতপ্রেমী মানুষ । 'কহো না প্যার হ্যায়' থেকে শুরু করে 'হাম তুম', 'তারা রাম পাম'- মন মাতানো সব গান উপহার দিয়েছেন বাবুল সুপ্রিয় ।...এহেন বাবুলের পছন্দের শিল্পী কে ? শিল্পী বলেন, "অরিজিৎ সিং। আমি কখনও গানের সুর করলে নিজে না গেয়ে অরিজিৎ সিং-কে দিয়ে গাওয়াব । এই সময়ে ওঁর মতো ভার্সেটাইল গায়ক আর কোথায় আছে ? এই সময়ে দাঁড়িয়ে ওঁর মতো গায়ক খুব কম আছে ইন্ডাস্ট্রিতে (Babul Shares His Thoughts on Arijit)।"

বাবুলের কথায়, 'প্রতিষ্ঠিত এবং নতুন শিল্পীদের দিয়ে গাওয়ানোর পাশাপাশি নতুন গীতিকার এবং সুরকারদেরও প্রীতম তাঁর 'জ্যাম এইট'-এ কাজ করার সুযোগ দিচ্ছে । ওঁর এই উদ্যোগকে আমি স্যালুট জানাই । আমি জোর গলায় বলব, এই মুহূর্তে প্রীতম হল ওয়ান ম্যান শো, যাকে বলে হিট মেশিন। বলতে দ্বিধা নেই, শিল্পীর মুখে শিল্পীর এহেন প্রশংসাও প্রশংসার দাবি রাখে ।'

আরও পড়ুন:শিব ভজন গেয়ে কট্টরপন্থীদের ট্রোলের শিকার ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় এবং প্রকৃতি কক্করের মতো মোহিত চৌহান, শান, সোনু নিগম, অন্তরা মিত্র, জনিতা গান্ধী, শিল্পা রাও, অমিত মিশ্র, মেম খান, আকৃতি কক্কর, নিকিতা গান্ধী সহ আরও বহু শিল্পী গাইবেন 'রোপোসো জামরুম' মিউজিক সিরিজে ।

ABOUT THE AUTHOR

...view details