পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Babil Khan New Film: আবার ওটিটি’তে নতুন চরিত্রে বাবিল, কবে আসছে 'ফ্রাইডে নাইট প্ল্যান' ?

আসছে বাবিল খানের নতুন ছবি 'ফ্রাইডে নাইট প্ল্যান' ৷ শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ বাবিলকে এখানে দেখা যাবে এক চনমনে কিশোরের চরিত্রে ৷

Babil Khan New Film
ফ্রাইডে নাইট প্ল্যান ছবির ট্রেলার নিয়ে হাজির বাবিল

By

Published : Aug 4, 2023, 6:58 PM IST

হায়দরাবাদ, 4 অগস্ট: বাবিল খান সম্প্রতি বেশ নজর কেড়েছিলেন ওয়েব ফিল্ম 'কলা'য় ৷ এবার সামনে এল তাঁর আরেকটি নতুন কাজের খবর ৷ তবে এই ছবির গল্প একেবারে আলাদা ৷ ছবির নাম 'ফ্রাইডে নাইট প্ল্যান' ৷ আগের ছবিতে বাবিল অভিনয় করেছিলেন এক প্রতিভাবান গায়কের চরিত্রে ৷ আর এই ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে চনমনে এক উঠতি তরুণ রূপে ৷ ছবির ট্রেলার এবং মুক্তির দিনক্ষণ আজ শেয়ার করেছেন বাবিল ৷

'ফ্রাইডে নাইট প্ল্যান'ও মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সেই ৷ ফরহান আখতার এবং ঋতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ বাবিল এখানে যে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন তার বয়স খুব বেশি হলে 18 বছর হবে ৷ তাঁর চরিত্রে হাসির উপাদানও কম নেই ৷ তা বোঝা গিয়েছে এই প্রথম ঝলকেই ৷

গল্পের দিকে তাকালে আমরা দেখতে পাই, ভরকেন্দ্রে রয়েছে দুই ভাই ৷ আর ছবিতে তাদের মায়ের চরিত্রে দেখা যাবে জুহি চাওলাকে ৷ মা দুই ছেলেকে জানান, তাকে একটি গুরুত্বপূর্ণ কাজে এক দিনের জন্য় পুনে যেতে হচ্ছে দুই ভাই যেন মিলে মিশে থাকে ৷ বাংলায় একটি প্রবাদ আছে 'বামুন গেল ঘর, তো লাঙল তুলে ধর ৷' অর্থাৎ শাসন করার মানুষটি একটু ঢিল দিলেই সেই সুযোগে যত খুশি ফাঁকি মেরে নাও ৷ এই গল্প অনুযায়ী মায়ের বাড়ির বাইরে বেড়োনোর পরেই প্রথমে দুই ভাইয়ের ঝগড়াঝাঁটি শুরু হয় ৷

তারপর সামনে আসতে থাকে তাদের খেলাধূলা, প্রেম, নাইট আউটের খবরা খবরও ৷ বৎসল নীলকান্তন পরিচালিত এই ছবিতে দেখানো হবে দুই তরুণের এমনই এক রোমাঞ্চকর কাহিনি ৷ একইসঙ্গে কীভাবে দুই ভাইয়ের সম্পর্কের রসায়নও বদলে যায় ধীরে ধীরে তাও তুলে ধরবে এই ছবি ৷ 1 সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে ছবিটি ৷ বাবিল নিজেই শেয়ার করেছেন ঝলকটি ৷

আরও পড়ুন:'একটা নাম দিতে ইচ্ছে করছে, বস', মদনকে বুকে টানলেন জাদুকর সরকার

চরিত্র নিয়ে বলতে গিয়ে বাবিল বলেন, "আমার চরিত্রের সবচেয়ে বড় ভয় হল ব্যর্থতার ৷ সেই কারণেই সে সর্বদা নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে ৷ আর জীবন নিয়ে একটু বেশিই ভাবতে থাকে ৷ আসলে এই চরিত্রটির ভয়ের বিষয়টা তৈরি হয় তার বাবাকে হারানোর পর থেকে ৷ আর এটাই এই চরিত্রটার এমন একটা বিষয় যা আমার সঙ্গে মিলে যায় ৷"

ABOUT THE AUTHOR

...view details