হায়দরাবাদ, 23 অগস্ট: প্রবাদে আছে 'মঙ্গলে ঊষা বুধে পা' ৷ আর বুধেই পা রাখল বিক্রম ৷ তাই চাঁদে ভারত! চাঁদের পৃষ্ঠে পাখির পালকের মতো ভেসে ভেসে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান 3-এর ল্যান্ডার 'বিক্রম'। প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে পা ফেলতে সক্ষম হয়েছে। বুধবার সন্ধে 6টা 4 মিনিটে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি চন্দ্রযান 3 এর অবতরণের সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।
- বলিউড সিনেমা জগতের বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
- টুইট করে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে সানি লিওনি-সহ তারকারা ৷
-
পাশাপাশি অনুপম খের, কার্তিক আরিয়ান, আল্লু অর্জুন, সানি দেওল, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, থেকে দেব, মিমি ও নুসরত-সহ টলি সেলেবরাও উচ্ছসিত চন্দ্রযানের সাফল্যে ৷
রাশিয়া যেখানে পরাস্ত, সেখানে করে দেখাল ভারত। অবতরণের শেষ 20 মিনিট ইসরোর মহাকাশবিজ্ঞানীদের মতো গোটা দেশ প্রহর গুণছিল। তবে সমস্তটাই পরিকল্পনা মাফিক হওয়ায় চাঁদে সফটল্যান্ডিং করল ল্যান্ডার বিক্রম। ইসরো বিজ্ঞানীদের এহেন গগনচুম্বী সাফল্যেই উচ্ছ্বসিত বিনোদন দুনিয়ার তারকারা।
-
অক্ষয় কুমার বলছেন, "আজ কোটি কোটি মানুষ মন থেকে ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা আমাদের গর্বিত করেছেন। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে গর্বিত। ভারত চাঁদের দেশে আর আমরা সপ্তম স্বর্গে।"
-
চন্দ্রযান 3-র সাফল্যের সাক্ষী থাকতে ভর সন্ধেয় পরিবার নিয়ে টিভির সামনে বসে পড়েছিলেন অনুপম খের। টুইটেই উচ্ছ্বসিত প্রবীণ অভিনেতা।
-
ফিল্মি স্টাইলেই শাহরুখ খান লিখলেন, "চান্দ.. তারে.. তোড় লায়ুঁ….সারি দুনিয়া পার মেন ছায়ুঁ। ইসরো ছা গায়া... ৷ সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন... ৷