হায়দরাবাদ, 26 অগস্ট: বক্স অফিসে এই মুহূর্তে তারকাদের লড়াই বেশ উপভোগ্য হয়ে উঠেছে ৷ সানি দেওল-আমিশা প্যাটেল 'গদর 2', অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির 'ওএমজি 2' তো ছিলই ৷ পাশাপাশি 25 অগস্ট অর্থাৎ, গতকাল মুক্তি পেল আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডের নতুন ছবি 'ড্রিম গার্ল 2' ৷ বক্স অফিসে সানি-অক্ষয় যে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন তার সামনে দাঁড়ানো বেশ কঠিন হচ্ছিল অনেক ছবির পক্ষেই ৷ ঠিক যেমন 'গদর 2' ছবির তুফানের সামনে টিকতে পারেনি অভিষেক বচ্চনের 'ঘুমর' ৷ তাই প্রথম দিনে আয়ুষ্মানের ছবি কেমন শুরু করবে তা নিয়ে চিন্তা তো ছিলই ৷
তবে তরণ আদর্শের বক্স অফিস রিপোর্ট বলছে, প্রথম দিনে খুব খারাপ আয় করেনি রাজ শাণ্ডিল্যর এই রম-কম ছবিটি ৷ প্রথম দিনে এই ছবির আয় 10.69 কোটি ৷ অন্য়দিকে বা 'গদর 2' এবং 'ওএমজি 2' এখনও রাজ করছে নিজস্ব ছন্দে ৷ 15তম দিনেও বক্স অফিসে 6.70 কোটি টাকা আয় করেছে সানির ছবি ৷ অক্ষয়-পঙ্কজরাও শুক্রবার আয় করলেন প্রায় 1.80 কোটি ৷ ফলত অক্ষয়ের 'ওএমজি 2' ছবির মোট আয় দাঁড়িয়েছে 128.22 কোটিতে ৷ সেখানে অনিল শর্মার ছবি তো ইতিমধ্যেই ভারতে 400 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ৷ এই ছবির ভারতীয় বক্স অফিসের আয় এখন 425.80 কোটি ৷