মুম্বই, 28 নভেম্বর: বলিউড তারকা আয়ুষ্মান খুরানা রবিবার মন্নতের সামনে দিয়ে যেতে যেতে শাহরুখ ভক্তদের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন (Ayushmaan Khurrana outside mannat )৷ তাঁর এই পোস্ট এসআরকে ফ্য়ানেদের মন জিতে নিয়েছে ৷ আদতে শাহরুখকে কতখানি শ্রদ্ধা করেন আয়ুষ্মান তা বোঝা যায় তাঁর পোস্টের ক্য়াপশন দেখলেই (Ayushmaan Khurrana outside SRK bungalow )৷ হাসির ছবি 'ডক্টর জি'-র পর এবার আসতে চলেছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'অ্য়ান অ্যাকশন হিরো' ৷
সেই কথা মাথায় রেখেই ছবির ক্য়াপশনে হিন্দিতে অভিনেতা লিখেছেন,'মন্নত কে সামনে সে গুজর রাহা থা, এক মন্নত মাং লি ৷(অর্থাৎ মন্নতের সামনে দিয়ে যাচ্ছিলাম আর একটা মানতও চেয়ে নিলাম)' ৷ এরপর এসআরকে ফ্য়ানেদেরও ইঙ্গিতে তাঁর ছবিকে ভালোবাসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা ৷ আয়ুষ্মান আগেও একাধিকবার জানিয়েছেন তাঁর অভিনয় যাত্রায় শাহরুখ কীভাবে তাঁর অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন ৷
একাধিকবার তিনি বলেছেন, যুব সমাজের উপর তাঁর যা প্রভাব তাতে 'উনি আমার আইকন ৷' তিনি আরও বলেন, "আমার জীবনে তাঁর বিশাল প্রভাব রয়েছে ৷ আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনাই শুরু করেছিলাম শাহরুখ খানের জন্য় ৷ আমি অভিনেতা হতে চেয়েছিলাম, আমার পড়াশোনাকে গুরুত্ব দিতে শিখেছিলাম এবং কলেজে প্রথম হয়েছিলাম সবই তাঁর জন্য(Ayushmaan Khurrana on SRK) ৷"