মুম্বই, 22 জানুয়ারি: 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ভারতীয় বক্স অফিসে দারুণ ব্যবসা করছে । আর এ বার নয়া রেকর্ড করল অবতার 2 (Avatar 2 Box Office Record)৷ দেশের সর্বোচ্চ আয় করা হলিউড চলচ্চিত্রের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে এই ছবি ৷ এই সায়েন্স ফিকশন ফিল্ম 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এর রেকর্ড ভেঙে দিয়েছে (Avatar 2 Box Office)। অবতার 2 ভারতে 40.50 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল ৷ তারপর থেকেই অবতার 2 এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহ মাতিয়ে রেখেছে ৷
অ্যাভেঞ্জার্সকে হারিয়ে 368.20 কোটি টাকার ব্যবসা: জেমস ক্যামেরনের ছবি 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ভারতীয় বক্স অফিসে 368.20 কোটি টাকার ব্যবসা করেছে (Avatar 2 Highest Grossing Hollywood Film)। 'অ্যাভেঞ্জার্স এন্ডগেম' ভারতে 367 কোটি টাকার ব্যবসা করেছিল । বৃহস্পতিবার টুইটারে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ । এই রেকর্ড সম্পর্কে টুইট করে তরণ লিখেছেন, 'অবতার 2 ইতিহাস তৈরি করেছে । অবতার 2 ভারতের সর্বোচ্চ আয়কারী হলিউড ফিল্ম হিসেবে জায়গা করে নিয়েছে ৷ এটি অ্যাভেঞ্জার্স এন্ডগেমের ব্যবসাকে ছাড়িয়ে গিয়েছে ।
সপ্তাহের হিসেবে অবতার 2-এর ব্যবসা: তরণ আদর্শের টুইট অনুসারে, অবতার 2 এনবিওসিতে (National Ballet of Canada) 368.20 কোটি টাকা এবং অ্যাভেঞ্জার্স এন্ডগেম এনবিওসিতে 367 কোটি টাকার ব্যবসা করেছে ৷ সপ্তাহ অনুসারে, অবতার 2 প্রথম সপ্তাহে 182.90 কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে 98.49 কোটি টাকা, তৃতীয় সপ্তাহে 54.53 কোটি টাকা, চতুর্থ সপ্তাহে 21.53 কোটি টাকা, পঞ্চম সপ্তাহে 9.45 কোটি টাকা এবং ষষ্ট সপ্তাহে (শুক্রবার পর্যন্ত) 1.30 কোটি টাকার ব্যবসা করেছে ৷