পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Biplab Chatterjee Autobiography: প্রকাশিত বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী, ইন্ডাস্ট্রির বহু অপ্রিয় সত্য কথা লিখলেন অভিনেতা

প্রকাশিত হল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্য়ায়ের আত্মজীবনী 'আমি বিপ্লব' (Autobiography of Biplab Chatterjee Ami Biplab) ৷ বই প্রকাশে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির বহু চেনা মুখ ৷

Etv Bharat
প্রকাশিত হল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্য়ায়ের আত্মজীবনী আমি বিপ্লব

By

Published : Feb 9, 2023, 4:12 PM IST

Updated : Feb 10, 2023, 5:30 PM IST

প্রকাশিত হল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্য়ায়ের আত্মজীবনী আমি বিপ্লব

কলকাতা, 9 ফেব্রুয়ারি:টলিউডের অভিভাবক বললেও ভুল বলা হয় না তাঁকে। কেবল যে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তা নয়, সকলকে একসঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিতে কীভাবে লড়াই করে টিকে থাকতে হয় তাও দেখিয়ে দিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায় । টলিপাড়ার গাড়ি ইউনিয়নের লিডার ছিলেন তিনি । সকলে তাঁর নাম বলতে অজ্ঞান ছিল । যে কোনও সমস্যার সমাধান মানেই বিপ্লব, এমনটাই জানিয়েছেন ইন্ডাস্ট্রির বুম্বাদা থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু অভিনয় নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও তাঁর অবাধ বিচরণ। ভাবছেন হঠাৎ টলিউডের নামজাদা খলনায়ককে নিয়ে এত কথা কেন? কারণ সম্প্রতি প্রকাশিত হল তাঁর বিস্ফোরক আত্মজীবনী 'আমি বিপ্লব' (Autobiography of Biplab Chatterjee Ami Biplab)।

সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' ছবি দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ অভিনেতার । এরপর 'জয় বাবা ফেলুনাথ' থেকে 'কৈলাসে কেলেঙ্কারি'-র মতো দু'শোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি । সম্প্রতি আরও দু'টি ছবিতে কাজ করলেন বর্ষীয়ান এই অভিনেতা । ইন্ডাস্ট্রিতে খলনায়ক হিসেবে সুখ্যাতি তাঁর তুঙ্গে । অভিনেতার অভিনয়জীবনের নানান ঘটনা, লড়াই, ওঠাপড়া সবই লিপিবদ্ধ হয়েছে এই বইতে ।

বইটির অনুলিখনে প্রখ্যাত সাংবাদিক তথা লেখক সুমন গুপ্ত । উল্লেখ্য, অভিনেতার 53 বছরের অভিনয়জীবনে 30 বছর নানান ভুলবোঝাবুঝির কারণে তাঁর সঙ্গে কথোপকথন ছিল না সাংবাদিক সুমন গুপ্তর । এরপর ভুল বোঝাবুঝির মেঘ কেটে যায় । আর তার পরেই অভিনেতার বর্ণময় জীবনের আত্মজীবনী অনুলিখন করলেন সুমন গুপ্ত । অভিনেতার আত্মজীবনীর প্রকাশে এদিন কলকাতার প্রেস ক্লাবে হাজির ছিলেন পরিচালক সন্দীপ রায়, অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাংবাদিক তথা লেখক সুমন গুপ্ত এবং পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় ।

সন্দীপ রায় এদিন বলেন, "বিপ্লব চট্টোপাধ্যায় বাবার ছবিতে অভিনয় করেছেন, আমার ছবিতে অভিনয় করেছেন । ওঁর অভিনয় নিয়ে নতুন করে বলার নেই । খুব স্পষ্টবাদী, ভালো মনের একজন মানুষ । ওঁর জীবনী সকলের পড়া উচিত ।" শুভাশিস মুখোপাধ্যায় বলেন, "স্পষ্টবাদী, পরোপকারী একজন মানুষ বিপ্লব চট্টোপাধ্যায় । উত্তর কলকাতার ছেলে । লড়াই করে আজকের জায়গায় পৌঁছতে হয়েছে তাঁকে । জনসংযোগ কীভাবে করতে হয় তা ওঁর থেকে ভালো কেউ জানে বলে আমার জানা নেই ।"

আরও পড়ুন:'তুমিই আমার পৃথিবী', অমৃতার জন্মদিনে আবেগী সারা

তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে বিপ্লব চট্টোপাধ্যায় এদিন বলেন, "ইন্ডাস্ট্রিতে আমি অনেকের বন্ধু । কিন্তু আমার বন্ধুর সংখ্যা খুব কম । অনেক অপ্রিয় সত্য কথা রয়েছে এই বইতে । অপ্রিয় সত্য বলার জন্য আমি অনেকের কাছে খারাপ । তাতে অনেক সমস্যাতেও পড়েছি । কিন্তু তাতেও আমার কিছু যায় আসে না ।"

Last Updated : Feb 10, 2023, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details