পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Atlee with Allu Arjun: অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন ! সত্যিটা জানালেন পরিচালক স্বয়ং - বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশ

'জওয়ান' সাফল্যের পর পরিচালক অ্যাটলি এবার কাজ করবেন তেলুগু স্টার আল্লু অর্জুনের সঙ্গে ৷ এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে নিয়েছেন পরিচালক ৷ ভালো চিত্রনাট্য পেলেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ৷

Etv Bharat
অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 4:57 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: ব্যাক টু সাউথ ৷ 'জওয়ান' সুনামি তোলার পর পরবর্তী কাজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক অ্যাটলি ৷ তবে এবার বলিউড নয় ৷ তেলুগু ছবির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করতে চলেছেন তামিল পরিচালক অ্যাটলি ৷ সূত্রের খবর, সেই ছবির জন্য অভিনেতাও নির্বাচন হয়ে গিয়েছে ৷ তিনি পুষ্পা স্টার আল্লু অর্জুন৷ খবরটা যে সত্যি, তা স্বীকার করে নিয়েছেন পরিচালক ৷

এক সাক্ষাৎকারে, নিজের পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে কথা বলতে গিয়ে উঠে আসে জাতীয় পুরস্কার প্রাপ্ত আল্লু অর্জুনের কথা ৷ তিনি জানিয়েছেন, অবশেষে ভগবানের আশীর্বাদে সবকিছু ঠিক মতো এগোচ্ছে ৷ দুজনেই এই প্রজোক্ট নিয়ে একে অপরের সঙ্গে কথা বলেছেন ৷ আল্লুও সম্মতি দিয়েছেন ৷

তিনি বলেন, "আল্লু স্যার খুব ভালো বন্ধু ৷ আমরা একে অপরকে ভালোবাসি ৷ আমাদের একটা সিনেমা নিয়ে ভাবনা আসে ৷ সেটা কীভাবে করা যায় তা নিয়ে কাজ চলতে থাকে ৷ এখন শুধু ভগবানের আশীর্বাদ চাই ৷ যাতে চিত্রনাট্যটা ভালো হয় ৷ আমাদের একটা আইডিয়া রয়েছে ৷ এখন দেখা যাক, পরবর্তী সময়ে কী হয় !" পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, আগামী চার মাস তিনি তাঁর ছেলে মীরের সঙ্গে সময় কাটাবেন বলে ঠিক করেছেন ৷ তারপর পরবর্তী কাজে হাত দেবেন ৷

ছবির নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অ্যাটলি জানান, এবার তিনি আরও বেশি দর্শকদের জন্য ছবি বানাতে চান ৷ জওয়ান ভারতের বাইরে যে প্রেক্ষাগৃহ পেয়েছে, তার থেকেও বেশি মানুষের কাছে পৌঁছতেই, পরবর্তী ছবির কাজ হবে ৷ তবে শুধু আল্লু অর্জুন নয়, নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়ে পরিচালক অ্যাটলি নাকি, কথা বলেছেন সলমন খান ও হৃত্বিক রোশনের সঙ্গেও ৷

আরও পড়ুন: পাপারাৎজিদের উপর চটলেন পরিণীতি, ভাইরাল অভিনেত্রীর মন্তব্য

আপাতত পরিচালক অ্যাটলি, প্রথমবার প্রযোজনার কাজে হাত পাকাচ্ছেন ৷ তাঁর মেইডেন প্রযোজনা সংস্থা একসঙ্গে নিয়ে আসছে বলিউড তারকা বরুণ ধাওয়ান ও দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশকে ৷ নাম ফাইনাল না হলেও আপাতত 'ভিডি 18' নামে ছবির কাজ চলছে ৷ প্রযোজনার দায়িত্বে অ্যাটলি ছাড়াও রয়েছন তাঁর স্ত্রী প্রিয়া ও মুরাদ খেতানি ৷ 2024 সালে শুরুতে মুক্তি পাবে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details