হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: ব্যাক টু সাউথ ৷ 'জওয়ান' সুনামি তোলার পর পরবর্তী কাজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক অ্যাটলি ৷ তবে এবার বলিউড নয় ৷ তেলুগু ছবির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করতে চলেছেন তামিল পরিচালক অ্যাটলি ৷ সূত্রের খবর, সেই ছবির জন্য অভিনেতাও নির্বাচন হয়ে গিয়েছে ৷ তিনি পুষ্পা স্টার আল্লু অর্জুন৷ খবরটা যে সত্যি, তা স্বীকার করে নিয়েছেন পরিচালক ৷
এক সাক্ষাৎকারে, নিজের পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে কথা বলতে গিয়ে উঠে আসে জাতীয় পুরস্কার প্রাপ্ত আল্লু অর্জুনের কথা ৷ তিনি জানিয়েছেন, অবশেষে ভগবানের আশীর্বাদে সবকিছু ঠিক মতো এগোচ্ছে ৷ দুজনেই এই প্রজোক্ট নিয়ে একে অপরের সঙ্গে কথা বলেছেন ৷ আল্লুও সম্মতি দিয়েছেন ৷
তিনি বলেন, "আল্লু স্যার খুব ভালো বন্ধু ৷ আমরা একে অপরকে ভালোবাসি ৷ আমাদের একটা সিনেমা নিয়ে ভাবনা আসে ৷ সেটা কীভাবে করা যায় তা নিয়ে কাজ চলতে থাকে ৷ এখন শুধু ভগবানের আশীর্বাদ চাই ৷ যাতে চিত্রনাট্যটা ভালো হয় ৷ আমাদের একটা আইডিয়া রয়েছে ৷ এখন দেখা যাক, পরবর্তী সময়ে কী হয় !" পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, আগামী চার মাস তিনি তাঁর ছেলে মীরের সঙ্গে সময় কাটাবেন বলে ঠিক করেছেন ৷ তারপর পরবর্তী কাজে হাত দেবেন ৷