মুম্বই, 5 নভেম্বর:ভারতীয় ওপেনার কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির সম্পর্কের কথা কারোরই অজানা নয় ৷ আর অভিনেত্রী আথিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানাতে কোনও ভুল করলেন না এই ডানহাতি ব্যাটার ৷ যদিও টি-20 বিশ্বকাপের জন্য় এই মুহূর্তে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন রাহুল ৷ তাই সোশাল মিডিয়াতেই এবার তাঁর 'নায়িকা'কে শুভেচ্ছা জানালেন তিনি (KL Rahul birthday wish for Athiya Shetty)৷
আথিয়া সঙ্গে তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে রাহুল লেখেন, "শুভ জন্মদিন মাই লাভ ৷ তুমি সমস্ত কিছুকেই আরও সুন্দর করে তোলো ৷" অন্যদিকে আথিয়াও সঙ্গে সঙ্গেই তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ তিনি স্পষ্ট ভাষাতেই লিখেছেন, "আমি তোমাকে ভালোবাসি ৷" আজ নিজের 30তম জন্মদিন পালন করছেন আথিয়া ৷ কেএল রাহুল এবং আথিয়া বেশকিছু দিন ধরেই ডেটিং করছেন ৷ ভারতের কয়েকটি সফরে কেএল-এর সঙ্গে দেখাও গিয়েছে অভিনেত্রীকে (Athiya Shetty 30th birthday) ৷ তাঁদের সম্পর্কে সেইভাবে সিলমোহর না-পড়লেও তা আর গোপন নয় ৷