মুম্বই, 23 জানুয়ারি: চারহাত এক হতে চলেছে রাহুল-আথিয়ার ৷ খান্ডালায় সুনীল শেট্টির ফার্ম হাউসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দু'জনে ৷ জানা গিয়েছে, তাঁদের প্রি-ওয়েডিং সেরিমনিতে ভিড় করেছেন বি-টাউন সেলেবরা ৷ এবার একটি ফ্যান ক্লাব থেকে সামনে এল একটি নতুন ভিডিয়ো ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে 'মুঝসে শাদি করোগি' গানে একসঙ্গে কোমর দোলাচ্ছেন হবু দম্পতি ৷ ভিডিয়োটি এখন বেশ ভাইরাল সোশাল মিডিয়ায় (Athiya Shetty KL Rahul wedding )৷
ফ্য়ান ক্লাবের তরফে যে ভিডিয়োটি ভাইরাল করা হয়েছে তাতে সঙ্গীত সেরিমনিতে মেতে উঠতে দেখা গিয়েছে রাহুল এবং আথিয়াকে ৷ পাপারাৎজিদের দূর থেকে শুট করা একটি ভিডিয়োতে জনসমুদ্রের মধ্য়ে থেকে এক ঝলক দেখা গিয়েছে রাহুলকে ৷ আর ফ্য়ানেরা তাই দেখেই খুশি ৷ সোশাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, "বিয়ের ঠিক আগে আথিয়া শেট্টি এবং কেএল রাহুল 'মুঝসে শাদি করোগি' গানে একসঙ্গে কোমর দোলাচ্ছেন (Athiya Shetty KL Rahul wedding videos)৷"
রাহুল এবং আথিয়ার সম্পর্ক বেশ কয়েকবছরের ৷ রাহুলের সঙ্গে প্রায়শই দেখা গিয়েছে তাঁকে ৷ বেশ কয়েকবছর ধরেই তাঁদের বিবাহ নিয়েও জল্পনা চলছিল তবে সেসব নিয়ে দু'জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি ৷ তারপর অবশ্য় খোলাখুলি প্রেমিকার জন্মদিনে তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠান দক্ষিণী ক্রিকেটার ৷ কার্যত সেদিনই সিলমোহর পড়ে গিয়েছিল তাঁদের সম্পর্কে ৷
রবিবারই মেয়ের বিবাহ মুখ খুলেছেন বলিউডের আন্না সুনীল শেট্টি ৷ তিনি এও জানিয়েছেন পরিবারকে সঙ্গে নিয়ে আজ পাপারাৎজিদের পোজ দেবেন তিনি ৷ কেএল এবং আথিয়ার চার হাত এক হতে চলেছে সোমবার সন্ধ্যায় ৷ এখনও পর্যন্ত এই অনুষ্ঠানের কোনও ছবি পোস্ট করেননি তাঁরা (Athiya Shetty KL Rahul wedding pictures) ৷ অন্যান্য সেলেব ম্যারেজের মতোই এই অনুষ্ঠানেও নো-মোবাইল পলিসি রয়েছে ৷ তাই রাহুল আথিয়ার প্রি-ওয়েডিং সেরিমনির কোনও ছবিও এখনও সামনে আসেনি ৷
আরও পড়ুন:অর্জুন থেকে অনশুলা, রাহুল-আথিয়ার সঙ্গীত অনুষ্ঠানে হাজির বি-টাউন