মুম্বই, 22 জানুয়ারি: গুঞ্জন ছিলই ৷ তথ্যের বিস্ফোরণের দুনিয়ায় খবরও চাউর হয়ে গিয়েছিল ৷ বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা ৷ এ বার তাও হয়ে গেল ৷ বলিউডের অভিনেতা সুনীল শেট্টি জানিয়ে দিলেন, আগামিকাল অর্থাৎ সোমবার ক্রিকেটার কেএল রাহুলের (Athiya Shetty-KL Rahul Wedding) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাঁর মেয়ে আথিয়া শেট্টি ৷ খান্ডালার ফার্ম হাউসে বিবাহ বাসরে বিয়ের পর প্রথম একসঙ্গে অনুরাগীদের সামনে আসবেন নবদম্পতি ৷
বিয়ে উপলক্ষে সেজে উঠেছে সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউস ৷ রবিবার ফার্ম হাউসের বাইরে ভিড় জমানো পাপারাৎজিদের সঙ্গে কথা বললেন অভিনেতা ৷ তখনই তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছেন । একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ি থেকে নামার সময় পাপারাৎজাদিরে 'নমস্তে' বলে সম্ভাষণ করছেন সুনীল (Suniel Shetty on Athiya Shetty KL Rahul wedding)৷ তাঁর পরনে ছিল সাদা প্যান্ট ও নীল শার্ট ৷ আর চোখে সানগ্লাস ৷
পাপারাৎজিরা ধড়কন অভিনেতাকে অভিনন্দন জানান ৷ তাঁদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সুনীল শেট্টি (Athiya Shetty KL Rahul wedding updates)৷ তখনই তিনি প্রতিশ্রুতি দেন যে, তাঁর কন্যা আথিয়া এবং রাহুল-সহ পুরো পরিবারকে একসঙ্গে পাবেন পাপারাৎজিরা ৷ সেই সময় অফিসিয়াল ছবি পেয়ে যাবেন তাঁরা । সুনীল বলেন, "ম্যায় কাল লেকে আতা হুঁ বাঁচোঁ কো ।" অর্থাৎ কাল আমি বাচ্চাদের নিয়ে আসছি ৷ অভিনেতা তারপর আরও বলেন যে, "আপনে জো পেয়ার দিখায়া উসকে লিয়ে বহত বহত ধন্যবাদ ।" বাংলায় যার আক্ষরিক অর্থ, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ৷