পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Athiya And Rahul Wedding: আগামী জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে আথিয়া-রাহুল? - Athiya Shetty and KL Rahul wedding date

বলিসুন্দরী আথিয়া শেট্টির সঙ্গে কে এল রাহুলের ডেটিংয়ের গল্প চলেছে অনেকদিন ধরেই ৷ তবে এবার খবর বলছে আগামী বছর জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা (Athiya and KL Rahul wedding )৷

Athiya And Rahul Wedding
আগামী জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে আথিয়া-রাহুল?

By

Published : Sep 6, 2022, 12:12 PM IST

মুম্বই, 6 সেপ্টেম্বর: মুম্বই, 6 সেপ্টেম্বর:বলিসুন্দরী আথিয়া শেট্টির সঙ্গে কে এল রাহুলের ডেটিংয়ের গল্প আজ আর কারোর অজানা নয় ৷ লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক এবং ভারতীয় জাতীয় দলের সহ অধিনায়ক কে এল রাহুল বেশ অনেকটা সময় ধরেই জড়িয়ে রয়েছেন সুনীল কন্যার সঙ্গে (Athiya and Rahul )৷ এমনও কানাঘুষো খবর বাতাসে উড়ছে যে খুব শীঘ্রই গাঁটছড়া বাধছেন এই কপোত কপোতি(Athiya and KL Rahul wedding ) ৷

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, হয়ত আগামী বছরের শুরুতেই দাম্পত্যজীবন শুরু করতে চলেছেন রাহুল আথিয়া ৷ যদিও তাঁদের দুই পরিবারের তরফে এখনও কেউই এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি ৷ তবে সূত্র মারফত খবর সুনীল শেট্টির খান্দালা বাংলোতেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা ৷ বিবাহের ক্ষেত্রে রণালিয়ার পথ অনুসরণ করতে পারেন রাহুল আথিয়া জুটিও (Athiya Shetty and KL Rahul wedding date)৷ অর্থাৎ খুব বেশি শোরগোল নয় বরং একেবারে ঘরোয়া মেজাজে ঘনিষ্ট আত্মীয় স্বজনের উপস্থিতিতেই বিবাহ সারতে চলেছেন তাঁরা (Athiya Shetty and KL Rahul relationship)৷

রাহুলের একটি অপারেশনের জন্য সম্প্রতি জার্মানির মিউনিখেও তাঁর সঙ্গেই ছিলেন আথিয়া ৷ 2015 সালে সলমন খান এবং সুরজ পঞ্চোলির বিপরীতে অভিষেক করেছিলেন এই নায়িকা ৷ তবে তাঁর এই অভিষেক খুব একটা সুখকর হয়নি ৷ তাঁর আগামী ছবির কোনও ঘোষণাও এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন:থাইল্যান্ডের সাগরবেলায় ছুটির মুডে নুসরত, 'মৎসকন্যা নাকি' বলছেন নেটিজেনরা

অন্যদিকে কেএল ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের অন্যতম ৷ বিশেষত এশিয়া কাপে তাঁর ওপর ভীষণভাবেই ভরসা রয়েছে ভারতীয় দলের ৷ আজই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে মেন ইন ব্লু ৷ ভারতীয় ফ্যানেরা অবশ্য়ই চাইবেন রোহিতকে সঙ্গে নিয়ে একটা দারুণ পার্টনারশিপ উপহার দিন তিনি ৷ কারণ এশিয়া কাপে এখনও বড় রান না পেলেও গত ম্যাচেই রাহুলের হাতে কথা বলে উঠেছিল ব্যাট ৷ তাড়াতাড়ি প্যাভেলিয়নে না ফিরলে পাকিস্তানের জন্য় ভয়ের কারণ হয়ে উঠতে পারতেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details