পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Asim on His New Projects: বিভাস চক্রবর্তীর প্রশংসা, বিগ বি-র সঙ্গে কাজ, ইটিভি ভারতে অকপট অসীম - ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় অসীম রায়চৌধুরী

কয়েকদিন আগেই নাট্যকার বিভাস চক্রবর্তীর ভূয়সী প্রশংসা পেয়েছেন ৷ কাজ করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও ৷ এবার তাঁর নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অসীম রায়চৌধুরী ৷

Asim on His New Film
ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় অসীম রায়চৌধুরী

By

Published : Jun 23, 2023, 10:48 AM IST

Updated : Jun 23, 2023, 2:33 PM IST

কলকাতা, 23 জুন:টলিউডে এখন বেশ ব্যস্ত অভিনেতা তিনি। একটা সময়ে বাংলা ধারাবাহিক থেকে ছুটি মেলা দায় ছিল তাঁর। আর এখন ব্যস্ত সিনেমায়। একইসঙ্গে মঞ্চের খ্যাতিও কম নয়। সম্প্রতি তাঁর কাজে প্রশংসা করেছেন প্রখ্যাত নাট্যকার বিভাস চক্রবর্তী। এহেন অভিনেতা অসীম রায়চৌধুরী সম্প্রতি একটি টিভিসি-র বিজ্ঞাপণ সেরে এলেন স্বয়ং বিগ বি-র সঙ্গে । ছিলেন বলিউডের আরেক তারকা পূজা হেগড়েও। পূজার সঙ্গে ছবি তুললেও তোলেননি অমিতাভ বচ্চনের সঙ্গে । পায়ে হাত দিয়ে প্রণামটুকু করেছিলেন শুধু । সেই সব অভিজ্ঞতা ইটিভি ভারতকে জানালেন অভিনেতা ৷

ইটিভি ভারত: বিগ বির সঙ্গে কাজের সুযোগটা এলো কীভাবে?

অসীম রায়চৌধুরী: মুম্বই থেকে বিভিন্ন কাজের জন্য কাস্টিং এজেন্সির কাছ থেকে অডিশন ভিডিয়ো ক্লিপিং পাঠানোর অনুরোধ আসে । এভাবেই একটা টিভিসির অ্যাড-এর অডিশনের জন্য ভিডিয়ো ক্লিপ পাঠিয়েছিলাম । ভাবিনি কাজটা পাব । বিশেষ করে যে বিজ্ঞাপনে আমার স্বপ্নের হিরো অমিতাভ বচ্চন আছেন সেখানে কাজের সুযোগ পাওয়া ভাগ্যের । পাশাপাশি বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা পূজা হেগড়ে আছেন । তাই যখন আমাকে মুম্বইতে ডাকা হল, যেতে যেতে ভাবছিলাম, এমনও তো হয় তাহলে ।

বাংলা বিনোদন জগতের বেশ পরিচিত মুখ অসীম রায়চৌধুরী
ইটিভি ভারত: কাজের সময়টা কেমন ছিল?

অসীম রায়চৌধুরী: সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা শ্যুটিং করলেন অমিতজি । এমনকী পূজা যখন শট দিচ্ছেন তখনও তিনি ফ্লোরে বসে কিউ দিচ্ছেন । এই দৃশ্য বিরল । এমনভাবে সংলাপ বলছেন, যেন পুরো এডিটিংটাই ওঁর কাছে পরিষ্কার । এটা একটা পারিবারিক গল্প যেখানে উনি পূজার দাদুর ভূমিকায় অভিনয় করছেন । অনস্ক্রিন এবং অফস্ক্রিন সব ক্ষেত্রেই একইরকম ব্যবহার । অনস্ক্রিনে যেন সত্যিই পরিবারের কর্তা । আর অফস্ক্রিনে যেন নিজের বাড়িরই কেউ ।


ইটিভি ভারত: প্রথম সাক্ষাৎ?

অসীম রায়চৌধুরী: প্রথম দিন সকালে শ্যুটিং ফ্লোরে গিয়ে দেখলাম অমিতজি আমাদের আগেই উপস্থিত হয়েছেন । পরে বুঝলাম উনি আসলে অমিতজির বডি ডাবল শশীকান্ত পেডওয়াল । এরপর সবকিছু রেডি হলে অমিতজি ফ্লোরে এলেন। এগিয়ে গিয়ে নমস্কার জানিয়ে যখন নিজের পরিচয় দিলাম, খুশি হলেন । পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাব দেখেই বলে উঠলেন "আরে আরে এ কী করছেন!" সেদিন মানুষটাকে শ্যুটিং ফ্লোরে দেখে যেমন আপ্লুত হয়েছি, তেমনি ওনার সৌজন্যবোধ দেখে মুগ্ধ হয়েছি । অমিতজির সঙ্গে আমি ছবি তুলিনি । নিজের আবেগ ধরে রাখার পরীক্ষা নিয়েছিলাম নিজেই । পেরেছি ।


ইটিভি ভারত: বাংলাতেও তো ব্যাক টু ব্যাক কাজ আসছে আপনার?

অসীম রায়চৌধুরী: হ্যাঁ । অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি'-তে মিতিনের জামাইবাবু অবনীর চরিত্রের জন্য শ্যুটিং শেষ করলাম । রামকমল মুখোপাধ্যায়ের 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'- এ অমৃতলাল বসুর চরিত্রে অভিনয় করছি । হরনাথ চক্রবর্তীর 'ডাল বাটি চুরমা'তে তো খরাজ মুখোপাধ্যায়ের ভাইয়ের চরিত্রে অভিনয় করেইছি।

আরও পড়ুন:খুনের দায়ে রাহুলরা, সূত্র খুঁজছেন বিদ্যা; মুক্তি পেল 'নিয়ত' ছবির ট্রেলার

ইটিভি ভারত: নাটকেও তো সম্প্রতি বহু প্রশংসা পেলেন। শুভেচ্ছা তার জন্য।

অসীম রায়চৌধুরী:ধন্যবাদ । সুমন মুখোপাধ্যায়ের 'শাজাহান' নাটকে প্রযোজক ক্ষীরোদবাবুর চরিত্রে অভিনয় করেছি । এখনও পর্যন্ত থিয়েটারে আমার করা অভিনয়ের ক্ষেত্রে সবথেকে প্রশংসিত পারফরম্যান্স ৷ যা দেখে প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক বিভাস চক্রবর্তীও প্রশংসা করেছেন ৷ তাঁর মতে, প্রযোজকের ভূমিকায় আমার অভিনয় তাঁকে মনে করিয়ে দিয়েছে মৃণাল সেনের 'আকালের সন্ধানে' ছবিতে প্রোডাকশন ম্যানেজারের অভিনয়ের কথা ৷ এই চরিত্রে সেসময় অভিনয় করেছিলেন তৎকালীন খ্যাতনামা বেতার শিল্পী জয়ন্ত চৌধুরী । সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় আমার প্রথম কাজ, যা মনে থাকবে বহুদিন । এই নাটকের পরবর্তী শো জুনের মাসের শেষ সপ্তাহে ।

ছোট পর্দার পাশাপাশি টলিউড এবং বলিউডেও কাজ করছেন অভিনেতা

ইটিভি ভারত: একদিকে সরকারি দফতরে গুরুত্বপূর্ণ পদ অন্যদিকে অভিনয় । সবটা ব্যালান্স হয় কীভাবে?

অসীম রায়চৌধুরী: এমনিতেই সরকারি অফিসে সারা বছর বহু ছুটি থাকে, তার সঙ্গে শনি, রবি যোগ করলে ছুটির দিনের সংখ্যা অনেকটাই বেড়ে যায় । কিন্তু তার থেকেও বড় কথা অফিসের কাজের প্রতি কমিটমেন্ট এবং যে কোনও প্রয়োজনে যে কোনও সময়ে কাজ করার মানসিকতা দৃঢ় থাকলে, অন্য কাজের ক্ষেত্রে তেমন কোনও অসুবিধা হয় না । তবে এটা ঠিক মাঝে মধ্যে দু-এক দিন ছুটি তো নিতেই হয় ।

ইটিভি ভারত : বলিউডে আর কোনও কাজের কথা হল?

অসীম রায়চৌধুরী:বলিউডে কাজ তো অডিশন ছাড়া হয় না । তবে যোগাযোগ বাড়ছে । আশা করি কাজের সুযোগ আসবে ।

আরও পড়ুন:'আমিও এর শেষ দেখব', প্রতারণা মামলায় জামিনে মুক্তি পেয়েই ক্ষোভপ্রকাশ পরিচালক পীযূষ সাহার

ইটিভি ভারত: ছোটপর্দা থেকে কি সরে গেলেন?

অসীম রায়চৌধুরী:একেবারেই না । ছোটো পর্দায় কাজের জন্য ধারাবাহিকভাবে যে সময়টা দিতে হয়,এই মুহূর্তে সেটা বের করা সম্ভব হচ্ছে না । তাই আপাতত একটু দূরে থাকা ।

Last Updated : Jun 23, 2023, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details