পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ashok Mukherjee Praises Rani: মনিটরিং-এর সময়েই রানি পা ছুঁয়ে প্রণাম করেন, এই সহবত আজ বিরল: অশোক মুখোপাধ্যায় - রানি মুখোপাধ্যায়

মনিটরিং-এর সময়েই রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন ৷ এই সহবত বর্তমানে বিরল ৷ 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee vs Norway) অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে এ কথা জানালেন অভিনেতা অশোক মুখোপাধ্যায় (Ashok Mukherjee Praises Rani)৷

Ashok Mukherjee Praises Rani ETV Bharat
Ashok Mukherjee Praises Rani

By

Published : Mar 27, 2023, 8:08 PM IST

কলকাতা, 27 মার্চ:'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee vs Norway) ছবিতে রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) শ্বশুর বুদ্ধদেব চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন অশোক মুখোপাধ্যায় (Ashok Mukherjee Praises Rani)। হিন্দি বিজ্ঞাপনে কাজ করলেও হিন্দি ফিল্মে এই প্রথম অভিনয় করলেন তিনি । আর শুরুতেই নেতিবাচক চরিত্রে । অভিজ্ঞতা কেমন ? জানালেন ইটিভি ভারতকে ।

প্রশ্ন: রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ?

অশোক: দুর্দান্ত । টেকের আগে মনিটরিং-এর সময়েই রানি মুখার্জির মতো অভিনেত্রী কোনও অভিনেতাকে পা ছুঁয়ে প্রণাম করতে পারেন ভাবনার অতীত । তিনি করেছিলেন কাজটা । আর সেই ভাগ্যবান আমি । এই সহবত আজ বিরল । মনিটরিং-এর সময় আমি একবার একটা সিনের জন্য খুব চেঁচাচ্ছিলাম । রানি আমাকে বলল, "দাদা এত চেঁচাবেনা । গলা ভেঙে যাবে ।" এতটা কেয়ারিং মানুষ রানি । আর ওঁর অভিনয় নিয়ে নতুন করে তো কিছু বলার নেই ।

প্রশ্ন: কদিন ছিলেন ওখানে ?

অশোক: একুশ দিন মতো ।

প্রশ্ন: আর অসীমা ছিব্বারের সঙ্গে কাজের অভিজ্ঞতা ?

অশোক: ভীষণ ভালো । আমার হিন্দিটা ভালো না । ভেবেছিলাম আমার হিন্দি শুনেই আমাকে বাদ দিয়ে দেবেন । তাই উনি সেটে আসতেই আমি সারেন্ডার করেছিলাম, আমার হিন্দিটা ভালো না । উনি বললেন, কোনও বাঙালিরই হিন্দি স্পষ্ট না । ওটা নিয়ে ভাবতে হবে না । এটা বাঙালি চরিত্র । রানি মুখার্জি নিজেও বাঙালি চরিত্র ফুটিয়ে তুলতে হিন্দি ভাষায় ব্যাকরণগত ভুল শব্দ প্রয়োগ করেছিলেন । যেমন 'লড়ুঙ্গা' । এ দিক থেকে মিঠু চক্রবর্তী আবার বাঙালি হয়েও দারুণ হিন্দি বলেন । ওঁকে আবার ইচ্ছে করেই ভুল হিন্দি বলতে হয়েছে ।

প্রশ্ন: বলিউডে ভিলেনের চরিত্র । টলিউডের সহকর্মীরা কী বলছেন ?

অশোক: বলছেন, আমরা ভাবতেই পারিনি আপনি এরকম চরিত্রও করতে পারেন । আমার এখানকার সহকর্মী শুভ্রজিৎ দত্তর কাছ থেকেই মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর অক্ষয় আমার নম্বর নেন । তাই শুভ্রজিতের প্রতি আমার কৃতজ্ঞতা আছে ।

প্রশ্ন: আপনি তো বলিউডে বিজ্ঞাপনও করেছেন । এখানকার সঙ্গে ওখানকার কোনও পার্থক্য চোখে পড়ে ?

অশোক: সবথেকে বড় পার্থক্য ওখানে আর্টিস্টদের খুব প্যাম্পার করা হয় । যেটা এখানে কয়েকজনকে ছাড়া করা হয় না । ওখানে সবাইকে করা হয় । আর ওখানকার সময়জ্ঞান মারাত্মক । ওখানকার একটা বিজ্ঞাপনের কাজ সেরে শুটিঙের দিন রাতেই কলকাতা ফিরতে হত নাটকের জন্য । প্রবল বৃষ্টি ওইদিন মুম্বইতে । ভেবেছিলাম পারব না ফিরতে । কিন্তু ওরা কথা দিয়েছিল কাজটা ওরা শেষ করিয়ে দেবে এবং আমাকেও কলকাতা ফেরাবে । আর আমি ফিরেছিলাম ওদের দৌলতেই ।

প্রশ্ন: নতুন হিন্দি কোনও কাজের কথা হল ?

অশোক: কথা চলছে একটা ওয়েব সিরিজের । পাকা কথা হলে পাকাপাকি জানাব ।

প্রশ্ন: এখানে বড় পর্দার কোনও কাজের কথা আছে ?

অশোক: না । এখানে ডাক পাই না বড় পর্দায় । কেন পাই না জানি না ৷ তাই ছোটপর্দা আর নাটক নিয়েই থাকি ।

প্রশ্ন: অনির্বাণের সঙ্গে তো এই প্রথম কাজ । বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ । কেমন লাগল ?

অশোক: কত বড় অভিনেতা সেই প্রসঙ্গে যাওয়ার আগে বলব ও খুব ভালো মানুষ । বিদেশে আমাদের কাজ শেষ হওয়ার পরও যখন থেকে যেতে হয়েছিল তখন আর ভালো লাগছিল না । ফেরার জন্য ছটফট করছিলাম । তখন অনির্বাণ আমাদের আরও থাকার অনুরোধ করে কত আন্তরিকতার সঙ্গে । ওর সঙ্গে যে মেশেনি সে জানে না ও কতটা ভালো মানুষ । অনেকে ওকে অহঙ্কারী ভাবে । একেবারেই তেমনটা নয় অনির্বাণ ।

আরও পড়ুন:'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র শুটিং ফেলে এস্তোনিয়া থেকে পালিয়ে আসার প্ল্যান করেছিলেন অনির্বাণ

ABOUT THE AUTHOR

...view details