কলকাতা, 19 জুন: কয়েকদিন আগেই দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী ৷ অসমের মেয়ে রূপালি বড়ুয়ার সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেতা ৷ বিয়ের পর দু'জনেই শেয়ার করেছিলেন তাঁদের ছুটি কাটানোর কিছু ঝলক ৷ আর এবার বিয়ের পর আশিসের প্রথম জন্মদিন ৷ আরও একটি বসন্ত পার করে 58 বছরে পা দিলেন তিনি ৷ সেই কথাই সোমবার সকালে তাঁর অনুরাগীদের জানাতে একটি সুন্দর ভিডিয়ো পোস্ট করলেন তিনি ৷
ভিডিয়োতে তাঁকে দেখা গেল উষ্ণ পানীয়ের কাপ হাতে ৷ তিনি বললেন,"নমস্কার ৷ আজ আমি 58-তে পা দিলাম ৷ জানি আপনারা ভোলেননি তবু যদি কোনওভাবে মনে না থাকে তাই ভাবলাম জানিয়ে রাখি ৷ অনেক ভালোবাসা সকলকে ৷" জন্মদিনের সকালে লাল প্রিন্টেড শার্টে বেশ চনমনে দেখাল এই প্রবীণ অভিনেতাকে ৷ এখন তিনি যে শুধু অভিনয়ের জন্য়ই বিখ্য়াত তিনি তা নয়, তাঁর রিলস ভিডিয়োগুলিও বেশ জনপ্রিয় ৷ খেতে তিনি খুবই ভালোবাসেন ৷ আর বিভিন্ন জায়গায় খাবার খেতে গেলেই সেই ভিডিয়ো পোস্ট করেন অনুরাগীদের জন্য় ৷
মজার ভিডিয়োও পোস্ট করতে দেখা যায় তাঁকে ৷ আশিসের বড়পর্দায় জনপ্রিয়তার শুরুটা হয়েছিল 'সর্দার' ছবির হাত ধরে ৷ নয়ের দশকের এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ভি পি মেননের চরিত্রে ৷ এরপর '1942: এ লাভ স্টোরি', 'দ্রোহকাল','বাজি', 'বাস্তব দ্য রিয়েলিটি', 'সোলজার', 'হাসিনা মান জায়েগি', 'কহোনা পেয়ার হ্যায়'-এর মতো একাধিক ছবিতে বিভিন্ন বলিউডি ছবিতে তিনি অভিনয় করেছেন ৷ শুধু হিন্দি নয় দক্ষিণি ভাষাতেও তাঁর অভিনয় যথেষ্ট জনপ্রিয় ৷
আরও পড়ুন:দীর্ঘদিনের বান্ধবী দৃশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সানি পুত্র করণ
পাশাপাশি রয়েছে দীর্ঘ বাংলা ছবির তালিকা ৷ সন্দীপ রায়ের তৈরি 'বোম্বাইয়ের বোম্বেটে' ছবির গোপিনাথ গোড়েকে বাঙালি মনে রেখেছে ৷ তাঁর অভিনীত বাংলা ছবির তালিকায় রয়েছে অসংখ্য় কমার্শিয়াল ছবিও ৷ জিতের সঙ্গে তাঁর জুটি রীতিমতো হিট ৷ বিশেষত তাঁর অপূর্ব কমিক টাইমিং যে এই ধরনের ছবিতে প্রাণ সঞ্চার করেছে তা বলাই বাহুল্য ৷ খলনায়ক হয়েও তাই তিনি মন কেড়েছেন বহু দর্শকের ৷ তাঁর অভিনীত বাংলা ছবির তালিকায় রয়েছে 'ক্রান্তি', 'চ্যালেঞ্জ 2','আওয়ারা', 'গোঁসাইবাগানের ভূত', 'বচ্চন','হিরো 420'-এর মতো অসংখ্য় কাজ ৷