হায়দরাবাদ, 26 মে: রূপোলি পর্দায় তাঁর জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ প্রায় 11টি ভাষায় 300টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ বর্তমানে সমান জনপ্রিয় তাঁর ইউটিউব চ্যানেলও ৷ তিনি আশিস বিদ্যার্থী ৷ এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে যিনি ডিজিটাল দুনিয়াতেও বেশ সক্রিয় ৷ তিনি বৃহস্পতিবার রাতের দিকে একটি ভিডিয়ো সামনে এনেছেন ৷ কলকাতার রকে বসে আড্ডায় মাতলেন আশীষ ৷ অনুরাগীও ভাসলেন নস্ট্যালজিক মুহূর্তে ৷
1992 সালে 'সিলভার' স্ক্রিনে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল আশিস বিদ্যার্থীর ৷ 'সরদা'র ছবির হাত ধরেই টিনসেল টাউনে বেড়ে ওঠা ৷ দ্বিতীয় ছবি দ্রহকাল-এর জন্য পেয়েছেন জাতীয় পুরষ্কার ৷ খ্যাতি পেতে শুরু করেন '1942 আ লাভ স্টোরি' ছবি দিয়ে ৷ আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ খুব কম সময়ে খলনায়কের ভূমিকায় দর্শক মনে জায়গা করে নেন অভিনেতা ৷ ছবির পর্দায় তিনি যতটা জনপ্রিয় ততটাই তিনি ডিজিটাল দুনিয়াতেও নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন ৷
বৃহস্পতিবার জামাইষষ্ঠীর রাত তিনি কাটিয়েছেন কলকাতায় ৷ নতুন এই ভ্লগে তিনি শেয়ার করেছেন পুরনো দিনের কথা ৷ অভিনেতা টুইট করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, " কলকাতা কি উয়ো রাত..." ভিডিয়োটিতে দেখা গিয়েছে, আশিস জানাচ্ছেন তিনি রাত দশটার সময় ওষুধ নিতে বেরিয়েছেন ৷ সেখানে তিনি দেখেন কিছু এলাকার ছেলেরা রাস্তার এককোণে দাঁড়িয়ে ক্যারাম খেলছেন ৷ এই খেলাটি তাঁর না কি ভীষণ পছন্দের ৷