পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aishwarya Birthday Post for Aaradhya: আরাধ্যার 11 বছরের জন্মদিনে আবেগী পোস্ট ঐশ্বর্যর - Aishwarya Abhishek daughter

মেয়ে আরাধ্যার 11 বছরের জন্মদিন নিয়ে রীতিমতো মেতে উঠেছেন ঐশ্বর্য রাই বচ্চন(Aaradhya Bachchan turns 11) । তাঁর ইনস্টা হ্য়ান্ডেলে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন 'দেবদাস' স্টার (Aaradhya Bachchan birthday )। ছবিতে দেখা গিয়েছে মা-মেয়ের ভালোবাসার মিষ্টি রসায়ন ।

Aishwarya Birthday Post for Aaradhya
আরাধ্যার 11 বছরের জন্মদিনে আবেগী পোস্ট ঐশ্বর্যর

By

Published : Nov 16, 2022, 11:25 AM IST

মুম্বই, 15 নভেম্বর:মেয়ে আরাধ্যার 11 বছরের জন্মদিনে রীতিমতো মেতে উঠেছেন ঐশ্বর্য রাই বচ্চন(Aaradhya Bachchan turns 11) । তাঁর ইনস্টা হ্য়ান্ডেলে মেয়ের সঙ্গে একটি দারুণ ছবি শেয়ার করেছেন বচ্চন পরিবারে পুত্রবধু (Aaradhya Bachchan birthday )। পোস্ট হওয়া ছবিতে ধরা পড়েছে মা-মেয়ের ভালোবাসার মিষ্টি রসায়ন । মেয়েকে চুম্বনে ভরিয়ে দিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী । আর সেই সঙ্গে একটি দারুণ নোটও উপহার দিয়েছেন তিনি (Aishwarya Rai Birthday post for Aaradhya Bachchan )।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার ভালোবাসা...আমার জীবন... আমি তোমাকে ভালোবাসি, আমার আরাধ্যা(Aishwarya Abhishek daughter )।" তাঁদের এই মা মেয়ের সুন্দর ছবিটি দারুণ মন কেড়েছে দর্শকদের । তাঁরাও কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন লাভ ইমোজিতে । ইনস্টাগ্রামে অবশ্য় প্রায়শই আরাধ্য়ার সঙ্গে ছবি শেয়ার করে থাকেন ঐশ্বর্য । পারিবারিক অনুষ্ঠান হোক, রেড কার্পেট ইভেন্ট হোক বা ছবির শুটিং আরাধ্য়াকে প্রায়ই দেখা যায় মায়ের সঙ্গে । মা মেয়ের রসায়নও বেশ চমৎকার ।

2007 সালের 20 এপ্রিল অমিতাভ বচ্চনের বাংলো প্রতীক্ষা-তে এক অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্য । 'গুরু', 'ধূম 2'-এর মতো একাধিক ছবিতে স্ক্রিনশেয়ার করা অভিষেক-ঐশ্বর্য তাঁদের পরিবারের নতুন সদস্য়কে আহ্বান জানান 2011 সালে । 16 নভেম্বর মা হন ঐশ্বর্য । তারপর থেকে বেশ লম্বা সময় অবশ্য সেভাবে ছবির জগতে দেখা যায়নি অভিনেত্রীকে ।

আরও পড়ুন:ফের জুটি বাঁধছেন গৌরব শ্রুতি, আসছে 'রাঙা বউ', দেখানো হবে তামিল, তেলেগুতেও

সম্প্রতি আবার অভিনয়ে ফিরেছেন অভিষেক-জায়া । দক্ষিণী পরিচালক মণি রত্নমের পিরিয়ড ড্রামা ফিল্ম 'পোন্নিয়ান সেলভান- 1'-এর হাত ধরে অভিনয়ে কামব্যাক করেছেন তিনি । তাঁর অভিনয় বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায় । এছাড়া রজনীকান্ত, রাম্যা কৃষ্ণান, প্রিয়াঙ্কা আরুল মোহন এবং শিবা রাজকুমারের সঙ্গে 'জেলর' ছবিতেও স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি । যদিও এই ছবির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ।

ABOUT THE AUTHOR

...view details