পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tigmanshu Dhulia New Film: তিগমাংশুর হাত ধরে প্রথমবার জুটি বাঁধছেন আরশাদ-প্রতীক - Arshad Warsi Pratik Gandhi New Film Yash

আগামী ছবি 'যশ'-এর জন্য় আরশাদ ওয়ারসি এবং প্রতীক গান্ধীকে বেছে নিলেন তিগমাংশু ধুলিয়া(Tigmanshu Dhulia New Film Yash) ৷ জানা গিয়েছে ছবিটির শুটিং হবে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ৷

Tigmanshu Dhulia New Film
তিগমাংশুর হাত ধরে প্রথমবার জুটি বাঁধছেন আরশাদ-প্রতীক

By

Published : Sep 29, 2022, 6:02 PM IST

মুম্বই, 29 সেপ্টেম্বর: তিগমাংশু ধুলিয়ার আগামী ছবি 'যশ'-এর জন্য় এবার তিনি বেছে নিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি এবং প্রতীক গান্ধীকে(Arshad Warsi New Film Yash) ৷ বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে নির্মাতাদের তরফে ৷ তিগমাংশুর নতুন ছবি 'যশ' উত্তরপ্রদেশের এক আইপিএস অফিসারের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত (Tigmanshu Dhulia New Film Yash)৷ এই চোর-পুলিশ থ্রিলারে আরশাদ এবং প্রতীক ঠিক কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন তা এখনও সামনে আসেনি ৷ 'স্ক্যাম 1992' স্টার প্রতীক গান্ধী এবং আরশাদ এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন পর্দায় (Arshad Warsi Pratik Gandhi New Film Yash)৷

ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে গোল্ডেন রেশিয়ো ফিল্মস এবং ইয়ালস্টার ফিল্মস(cop dacoit thriller Yash) ৷ এর আগে 'JL50' এবং অমরুতা খানভিলকার অভিনীত মারাঠি ছবি 'চন্দ্রমুখী' ছবির প্রযোজনা করেছে এই সংস্থাই ৷ যার মধ্য়ে মিনি সিরিজ 'JL50' বেশ পরিচিতিও পেয়েছিল ৷ গোল্ডেন রেশিয়ো ফিল্মসের সিওও পীযূষ সিং বলেন, "আমাদের উদ্দেশ্য হল বিষয়বস্তুভিত্তিক চলচ্চিত্র তৈরি করা । তবে দর্শকদের পরিবর্তিত রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে ছবির বিষয়বস্তু ভিন্ন ধরনের হওয়া বাধ্যতামূলক ।"

আরও পড়ুন:দীপিকার সঙ্গে সম্পর্ক এগোচ্ছে বিচ্ছেদের দিকে! মুখ খুললেন রণবীর
অন্যদিকে ইয়ালস্টার ফিল্মস-এর তরফে জানানো হয়েছে গোল্ডেন রেশিয়ো ফিল্মসের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে তারা আনন্দিত ৷ ছবি নিয়ে বলতে গিয়ে ইয়ালস্টার ফিল্মসের পক্ষ থেকে মিতেন শাহ বলেন, "আমরা এমন একটি ছবির অংশ হতে পেরে গর্বিত বোধ করি যা সাহসী এবং কম-প্রশংসিত নায়কদের আসল কাহিনি দেখানোর চেষ্টা করছে ।" জানা গিয়েছে ছবিটির শুটিং হবে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ৷

ABOUT THE AUTHOR

...view details