পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Arjun on Malaika Bday: 'সবসময় তোমার পাশে আছি', জন্মদিনে মালাইকাকে নিয়ে আবেগঘন অর্জুন - মালাইকা অরোরা

সোমবার ছিল প্রিয়তমা মালাইকা অরোরার জন্মদিন ৷ এই দিনটি বিশেষভাবে উদযাপন করেছেন বিশেষ 'বন্ধু' অর্জুন কাপুর ৷ সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট অভিনেতার ৷

Etv Bharat
জন্মদিনে মালাইকাকে নিয়ে আবেগঘন অর্জুন

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 9:23 PM IST

হায়দরাবাদ, 23 অক্টোবর: 47টা বসন্ত পার করে ফেললেন বলিউডের 'ছইয়া ছইয়া' গার্ল মালাইকা অরোরা ৷ সোমবার ছিল তাঁর জন্মদিন ৷ বিশেষ এই দিনটাকে অন্যরকমভাবে উদযাপন করেন অভিনেতা তথা বয়ফ্রেন্ড অর্জুন কাপুর ৷ সোশাল মিডিয়ায় তিনি মালাইকার কিছু ছবি শেয়ার করেন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন 'ইশকজাদে' অভিনেতা ৷ ভালোবাসা দেখে আপ্লুত মালাইকা অরোরাও ৷

সোমবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লেখেন, "শুভ জন্মদিন বেবি ৷ এই ছবিটা আমাদের ৷ তুমি আমার জীবনে হাসি, আনন্দ ও আলো এনেছো ৷ আমি তোমার পিছনে সব সময় থাকবো হাজার ভিড়ের মধ্যেও ৷" ছবিতে দেখা গিয়েছে, কোনও একটি নাচের ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ সেখানে মালাইকা একটি ঘাগড়া পরে রয়েছে ৷ মুখে লাদুক হাসি ৷ তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন অর্জুন কাপুর ৷ বলিউডের এই 'লাভ বার্ড'কে সত্যিই ভীষণ মিষ্টি লাগছে এই ছবিটিতে ৷ এই পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন মালাইকাও ৷ অভিনেত্রী ছবির কমেন্টে লেখেন, "আমি তোমাকে ভালোবাসি ৷"

এর কিছু পরেই মালাইকা নিজের বেশ কিছু ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ ক্যাপশনে লেখেন, "আরও একটা বছরে সূর্য অস্ত গেল এই ভাবেই ৷ আমি 48-এ পড়লাম ৷ আমি কৃতজ্ঞ, যে মানুষগুলো আমার জীবনে শান্তি ও ভালোবাসা বয়ে নিয়ে এসেছে ৷ এখানে বসে মনে হচ্ছে, নিজেকে নতুন করে আবিষ্কার করছি ৷ নিজের ভিতরের শক্তিকে নতুন করে খুঁজে পাচ্ছি ৷" তিনি আরও বলেন, "এখানে বাতাসের ফিসফিস, মন্ত্রমুগ্ধ করা সূর্যাস্ত নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে আসে ৷ আমি এই জীবনের প্রতি কৃতজ্ঞ এবং আগামিদিনের জন্য আশাবাদী। এইভাবেই সকলেই আমার পাশে থাকুক, আমাকে ঘিরে থাকুক ৷ আমাকে শুভ জন্মদিন!"

আরও পড়ুন: 'রকির সঙ্গে ডেট করবে?' করণের কফির আড্ডায় জবাব দেবেন দীপিকা

মালাইকা এবং অর্জুন চার বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। 2019 সালে প্রথমবার তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে ৷ অর্জুন কাপুরের জন্মদিনে মালাইকার করা পোস্ট সেই ভালোবাসায় শিলমোহর দেয় ৷ এর আগে, মালাইকা অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন এবং তাঁদের এক পুত্র সন্তান রয়েছে ৷ 2017 সালে মালাইকা-আরবাজ তাঁদের 19 বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানেন ৷

ABOUT THE AUTHOR

...view details