হায়দরাবাদ, 11 ডিসেম্বর: গত পর্বে কফি কাউচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিয়ারা আদবানি ও ভিকি কৌশল ৷ দুজনেই বিবাহিত ৷ তাই বিয়ের আগে ও বিয়ের পরের নানা গসিপ উঠে আসে কফি আড্ডায় ৷ তবে এবার করণের যে দুই অতিথি উপস্থিত হচ্ছেন তাঁরা বলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলর ৷ সলমন খান নন, কফি আড্ডায় ঝড় তুলতে আসছেন আদিত্য রয় কাপুর ও অর্জুন কাপুর ৷
সোমবার সোশাল মিডিয়ায় কফি উইথ করণের নতুন প্রোমো আসে সামনে ৷ সেখানে পরিচালক-সঞ্চালক করণ জোহর চুটিয়ে আড্ডা মারেন দুই ব্যাচেলর প্রেমীকের সঙ্গে ৷ পোস্টে লেখেন, "ধৈর্য্য ধরে বসুন ৷ কফি কাউচে আসতে চলেছেন অর্জুন কাপুর ও আদিত্য রয় কাপুর ৷ তাঁরা এই শোয়ে ঝড় তুলতে আসছে ৷ কফি উইথ করণ সিজন 8-এর এই পর্ব সম্প্রচারিত হবে 14 ডিসেম্বর ৷"
করণের শোয়ের যখন অতিথি তখন গসিপ হবে না, তা তো হয় না ৷ স্বভাবতই আদিত্যর কাছে প্রশ্ন যায়, অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেমের গুঞ্জনের প্রশ্ন ৷ আদিত্য জবাবে বলেন, "তুমি আমাকে সবরকম গোপন কথা জিজ্ঞাসা করতে পারো এবং আমি কোনও মিথ্যা কথা বলব না ৷" এরপরেই আদিত্যর দিকে করণ প্রশ্ন ছুড়ে দেন, ইলেভেটরে শ্রদ্ধা কাপুর ও অনন্যা পাণ্ডের সঙ্গে আটকে গেলে কী করতেন? তবে এই উত্তর আদিত্য নয়, জবাব দেন অর্জুন ৷ তিনি বলেন, "আশিকি তো অবশ্যই করত, কিন্তু কার সঙ্গে করত, সেটা জানা নেই ৷"
এর আগে কফি কাউচে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকে সারা আলি খানের সঙ্গে ৷ সেখানে করণ আদিত্য রয় কাপুরের দ্য নাইট ম্যানেজার ওয়েব সিরিজের প্রসঙ্গ টেনে অনন্যার কাছ থেকে জানতে চেয়েছিল, তাঁর রাত কীভাবে ম্যানেজ হচ্ছে? অভিনেত্রী উত্তরে জানিয়েছিলেন, দিন এবং রাত দুটোই ভালো ম্যানেজ হচ্ছে ৷ এর আগে বিদেশে একাধিকবার একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে অনন্যা ও অর্জুনকে ৷ তবে সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখে এঁটেছেন কুলুপ ৷ অন্যদিকে, অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেম গোপন নেই কারোর কাছেই ৷ দুই বলি তারকা চুটিয়ে প্রেমজীবন উপভোগ করছেন ৷ তবে কফির আড্ডায় কতটা খোলসা হয় দুই ব্যাচেলর যুগলের প্রেমজীবন, মুখরোচক সেই খবর জানতে আগ্রহী অনুরাগীরাও ৷