হায়দরাবাদ, 5 মার্চ: টিনসেল টাউনে মালাইকা অরোরা (Arjun-Malaika Fight) ও অর্জুন কাপুরের (Arjun Kapoor) প্রেমকাহিনী নতুন কিছু নয় ৷ শনিবার আবারও একসঙ্গে এই লাভ বার্ডসকে ক্যামেরাবন্দি করলেন পাপারাৎজিরা ৷ প্রযোজক রিয়া কাপুরের বাড়ির বাইরে তাঁদের দেখা গিয়েছে । 5 মার্চ ভিরে দি ওয়েডিং-এর প্রযোজকের 35তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই যুগল ৷ তবে, তাঁদের এ দিন স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি ৷ কোনও কারণে তাঁরা সমস্যায় ছিলেন বলে মনে হয়েছে অনুরাগীদের ৷ কারণ মিডিয়ার কোনও প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দেননি মালাইকা (Malaika and Arjun at Rhea kapoors birthday)৷ আর অর্জুন হাত দিয়ে তাঁর মুখ ঢেকে রাখেন ৷
সম্পর্কে ফাটলের জল্পনা: সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজিরা ছবি এবং ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গেই ভক্তরা দ্রুত লক্ষ্য করেন যে, সবকিছু ঠিক ঠাক নেই । তাঁরা এ দিন যে ভাবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন, তাতে তাঁদের অনুরাগীদের মনে হয়েছে দুজনের মধ্যে কিছু একটা হয়েছে । ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এটি দেখে সন্দেহ করা হচ্ছে, কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে দুজনের মধ্যে ৷ অনেকে তাঁদের সম্পর্কে ফাটলের জল্পনাও করেছেন ৷ কারণ এ দিন মালাইকা ও অর্জুন কেউই সংবাদমাধ্যমকে শুভেচ্ছা জানাননি এবং একে-অপরের সঙ্গে কথাও বলেননি ।