পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Film On Ghaseti Begum: 'এখনই নয়, তবে ইচ্ছে আছে ঘসেটি বেগমের বায়োপিক বানানোর', জানালেন অর্জুন দত্ত - Film On Ghaseti Begum

ঘসেটি বেগমের উপর ছবি তিনি এখনই বানাচ্ছেন না ৷ তবে তাঁর ইচ্ছা আছে বানানোর এমনটাই জানালেন পরিচালক অর্জুন দত্ত ৷

Film On Ghaseti Begum
ঘসেটির ওপর ছবি এখনই বানাচ্ছেন না অর্জুন

By

Published : Jun 7, 2023, 2:26 PM IST

কলকাতা, 6 জুন:নবাব আলিবর্দি খাঁ'য়ের বড় মেয়ে ঘসেটি বেগমের জীবনকাহিনি নিয়ে ছবি বানানোর ইচ্ছাপ্রকাশ করেছেন 'অব্যক্ত', 'গুলদস্তা', 'শ্রীমতী'র পরিচালক অর্জুন দত্ত । বাংলা টেলিভিশনে পিরিয়ডিক ড্রামার রমরমা হলেও বড় পর্দায় তা বেশ বিরল। তবে, বাঘাযতীন, দেবী চৌধুরানী, বিনোদিনীরা আসছেন একে একে। অনেক বছর আগে এসেছিলেন স্বয়ং সিরাজদৌল্লাও। 'আমি সিরাজের বেগম' ছবিটি আজও মানুষ দেখে । টলিউডে গুঞ্জন, আসছে ঘসেটি বেগমও । আর তা বানানোর ইচ্ছাপ্রকাশ করেছেন অর্জুন দত্ত।

সিরাজ ছোট থেকে ঘসেটি বেগমের স্নেহে লালিত হলেও পরে সেই স্নেহ বদলে যায় হিংসা আর ষড়যন্ত্রে । সিরাজকে দমন করতে মীরজাফরের সঙ্গে হাত মিলিয়েছিলেন ঘসেটি বেগম। পরে তিনিও শিকার হন মীরজাফর এবং ব্রিটিশদের চক্রান্তের । সবটা বুঝতে পেরে তিনি সিরাজের পাশে এসে দাঁড়ালেও তাঁকে বিশ্বাস করতে পারেনিনি নবাব এবং তাঁর স্ত্রী লুতফন্নিসা বেগম কেউই । যে পথে সিরাজকে যেতে বারণ করেছিলেন ঘসেটি, সেই পথেই তাঁরা গিয়ে পড়েছিলেন বিপদে । এই ইতিহাস কম বেশি অনেকের জানা । অনেকেই আরও একটু জেনেছেন বাংলা ধারাবাহিক 'আমি সিরাজের বেগম'-এর দৌলতে ।

ঘসেটি বেগমের ওপর ইচ্ছা আছে ছবি বানানোর, জানালেন অর্জুন

ওদিকে দিনকয়েক আগে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি পলাশির যুদ্ধ নিয়ে গবেষণা শুরু করেছেন । তিনি এও জানিয়েছেন সিরাজের চরিত্রে তাঁর প্রথম পছন্দ অভিনেতা দেব । অর্জুন কাকে ভাবছেন সিরাজ কিংবা ঘসেটি বেগমের চরিত্রে? এই ব্যাপারে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি তো ছবিটা এখুনি বানাচ্ছি না। আমার ইচ্ছে আছে ঘসেটি বেগমকে নিয়ে ছবি বানানোর । তাই এখনও এই নিয়ে কিছু বলার মতো জায়গায় আমি নেই । ছবিটা যদি সত্যিই হয়, তা হলে ঘসেটি বেগমের চরিত্রটি কে করবেন তা নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতা । আমি নই ।"

আরও পড়ুন:শুরু শ্যুটিংয়ের চতুর্থ পর্ব, সেটে থেকে দেবের ক্য়ামেরায় ধরা দিলেন বিরসা

প্রসঙ্গত, অর্জুন দত্ত'র আসন্ন ছবি 'ডিপ ফ্রিজ'-এর শুটিং শেষ। ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব সহ আরও অনেকে। এবার মুক্তির অপেক্ষায় এই ছবি।

ABOUT THE AUTHOR

...view details