কলকাতা, 6 জুন:নবাব আলিবর্দি খাঁ'য়ের বড় মেয়ে ঘসেটি বেগমের জীবনকাহিনি নিয়ে ছবি বানানোর ইচ্ছাপ্রকাশ করেছেন 'অব্যক্ত', 'গুলদস্তা', 'শ্রীমতী'র পরিচালক অর্জুন দত্ত । বাংলা টেলিভিশনে পিরিয়ডিক ড্রামার রমরমা হলেও বড় পর্দায় তা বেশ বিরল। তবে, বাঘাযতীন, দেবী চৌধুরানী, বিনোদিনীরা আসছেন একে একে। অনেক বছর আগে এসেছিলেন স্বয়ং সিরাজদৌল্লাও। 'আমি সিরাজের বেগম' ছবিটি আজও মানুষ দেখে । টলিউডে গুঞ্জন, আসছে ঘসেটি বেগমও । আর তা বানানোর ইচ্ছাপ্রকাশ করেছেন অর্জুন দত্ত।
সিরাজ ছোট থেকে ঘসেটি বেগমের স্নেহে লালিত হলেও পরে সেই স্নেহ বদলে যায় হিংসা আর ষড়যন্ত্রে । সিরাজকে দমন করতে মীরজাফরের সঙ্গে হাত মিলিয়েছিলেন ঘসেটি বেগম। পরে তিনিও শিকার হন মীরজাফর এবং ব্রিটিশদের চক্রান্তের । সবটা বুঝতে পেরে তিনি সিরাজের পাশে এসে দাঁড়ালেও তাঁকে বিশ্বাস করতে পারেনিনি নবাব এবং তাঁর স্ত্রী লুতফন্নিসা বেগম কেউই । যে পথে সিরাজকে যেতে বারণ করেছিলেন ঘসেটি, সেই পথেই তাঁরা গিয়ে পড়েছিলেন বিপদে । এই ইতিহাস কম বেশি অনেকের জানা । অনেকেই আরও একটু জেনেছেন বাংলা ধারাবাহিক 'আমি সিরাজের বেগম'-এর দৌলতে ।