পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dance Bangla Dance: 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে অরিত্র! ভয় পেলেন অঙ্কুশ - Aritra Dutta Banik in Dance Bangla Dance

'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে জমল মহাগুরু মিঠুন এবং অরিত্রর রসায়ন ৷ অরিত্রর সঞ্চালনা ভয় ধরাল অঙ্কুশের মনেও(Aritra Dutta Banik in Dance Bangla Dance )৷

Dance Bangla Dance
ডান্স বাংলা ডান্সের মঞ্চে অরিত্র

By

Published : Mar 6, 2023, 12:59 PM IST

কলকাতা, 6 মার্চ:ফের 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে হাজির মহাগুরুর স্নেহের অরিত্র দত্ত বণিক । প্রায় এক দশক আগে শিশুশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করা অরিত্র আজ সোশাল মিডিয়ার জনপ্রিয় মুখ । সোজাসাপটা কথা বলে প্রতিবাদের ঝড় তুলতে সিদ্ধহস্ত তিনি । 2007 সালে টেলিভিশনের পর্দায় যখন যাত্রা শুরু করে 'ডান্স বাংলা ডান্স' তখন সেই মঞ্চে সঞ্চালনায় ছিল ছোট্ট অরিত্র দত্ত বণিক । আর জুটিতে ছিল তাথৈ।

ওদের সঙ্গে অবশ্য়ই ছিলেন মিঠুন চক্রবর্তী । অরিত্রকে নিয়ে চলত মজার সব কাণ্ডকারখানা । তিনজনের কেমিস্ট্রি দর্শকদের দারুণ ভালো লেগেছিল । রাতারাতি ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন ৷ আজ এত বছর পর ফের কামব্যাক হয়েছে এম জি অর্থাৎ মিঠুন চক্রবর্তীর ৷ আর তাই হাজির তাঁর স্নেহভাজন অরিত্রও (Aritra Dutta Banik in Dance Bangla Dance )।

রবিবারের এপিসোডে অঙ্কুশের সঙ্গে সঞ্চালনা করতে দেখা গেল অরিত্রকেও । অঙ্কুশ তো রীতিমতো ভয়ে কাবু । তাঁর কথায়, "এই তোকে বিক্রম পাঠিয়েছে তাই না? আমার কাজটা যাবে এবার !" অরিত্রর কথায়, "তোমার জন্য টিআরপি কমে যাচ্ছে । তাই আমার আগমন ।" এরকমই সব খুনসুটিতে জমে উঠল রবিবারের এপিসোড । হোলি স্পেশাল এপিসোডেই হাজির হন অরিত্র । প্রশ্ন উঠছে আগামী সব পর্বেও কি দেখা যাবে তাঁকে? উত্তর দেবে সময় ।
আরও পড়ুন:প্রজেক্ট কে ছবির সেটে ফের দুর্ঘটনা, আহত হয়ে হাসপাতালে বিগ বি
আবেগের মঞ্চে ফিরে অরিত্র আপ্লুত হয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, " প্রায় একদশক আগে পরিচালক রাজ চক্রবর্তী ও শুভংকর চট্টোপাধ্যায় আমার মতো এক গেছো ছেলেকে ধরে এনে বাংলার এক নম্বর রিয়েলিটি শো'এর মঞ্চে উপস্থাপন করেন। আজ পুনরায় পরিচালক অভিজিৎ সেন ও জি বাংলার নেতৃত্বে সেই মঞ্চে অতিথি সঞ্চালক হিসেবে থাকছি আমি । হয়ত অনেক কিছু বদলে গিয়েছে । শুধু একটা জিনিস একই আছে আর আগামীতে একই থাকবে- তা হল আমার ও এমজি (আপনাদের মিঠুন চক্রবর্তী)-র বন্ধুত্ব । এই বন্ধুত্ব একজন পারফর্মার হিসেবে আমাকে নব-জন্ম দিয়েছিল । আজ আবার সেই গুরুর সাথে এক স্টেজে। কৃতজ্ঞতা জানাই জি বাংলা, অভিজিৎ সেন সহ সমস্ত শো' লিডারদের আমাকে আমন্ত্রণ করার জন্যে।"

ABOUT THE AUTHOR

...view details