পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Arijit Sings Song for Salman: সলমনের টিমে 'সোয়্যাগ সে স্বাগত', প্রথমবার ভাইজানের ছবির গানে অরিজিৎ - tiger 3

প্রথমবার সলমন খানের ছবিতে গান গাইলেন অরিজিৎ সিং ৷ 'টাইগার 3' ছবির জন্য গান গাইলেন সঙ্গীত দুনিয়ার এই মেগাস্টার ৷ সোশাল মিডিয়ায় জানালেন ভাইজান ৷

Etv Bharat
সলমনের টিমে অরিজিৎ সিং

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 1:45 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: এই বছরের সেরা ধামাকাদার গান মুক্তি পেতে চলেছে 23 অক্টোবর ৷ প্রথমবার ভাইজানের ছবিতে গান করলেন অরিজিৎ সিং ৷ 'লেকে প্রভু কা নাম' গানের প্রথম ঝলক মুক্তির দিন জানালেন সলমন ৷

সোশাল মিডিয়ায় সলমন খান ক্যাটরিনার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ তবে ছবির থেকে অনুরাগীদের বিশেষ নজর ছিল ক্যাপশনের দিকে ৷ কারণ সেখানে তিনি লেখেন, "প্রথম গানের প্রথম ঝলক ৷ লেকে প্রভু কা নাম ৷ আর হ্যাঁ, এই গান অরিজিৎ সিংয়ের প্রথম গান আমার জন্য ৷ গান প্রকাশ পাবে 23 অক্টোবর ৷ টাইগার 3 মুক্তি পাবে এই দিওয়ালিতে ৷"

এই খবর সামনে আসার পরেই উচ্ছসিত অনুরাগীরা ৷ কমেন্ট সেকশনে যেন ঝড় ওঠে নিমেষে ৷ কেউ লিখেছেন, "অবশেষে সলমন খান ও অরিজিৎ একসঙ্গে ৷ স্বপ্নেও কেউ ভাবতে পারেননি ৷ এই বছর প্যাচআপের বছর ৷" আবার কেউ লিখেছেন, "হেটার্সদের জন্য টপিক শেষ করে দিলেন সলমন খান ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "সোয়্যাগ সে স্বাগতের মতো ভাইব আসা চাই ৷" বলা বাহুল্য, অনুরাগীরা যেন দীর্ঘ সময় ধরে এই জুটিকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় ছিল ৷

মূলত, ভাইজান ও শিল্পী অরিজিৎ সিংয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় 2016 সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ থেকে ৷ হাসি-মজা থেকে কখন দুজনের রসিকতার ছাপ সম্পর্কের উপর পড়ে যায়, তা বোঝা যায় না ৷ অরিজিতের বাচনভঙ্গি ভালোভাবে নিতে পারেননি টাইগার ৷ তারপর থেকেই দুই তারকার সম্পর্কে অবনতি ঘটতে থাকে ৷ ফলে 'বজরঙ্গি ভাইজান' থেকে গান গাওয়ার সুযোগ হারান অরিজিৎ ৷

এমনকী, 'সুলতান' ছবির গান 'জগ ঘুমেয়া' ট্র্যাকটি থেকেও বাদ দেওয়া হয় অরিজিৎকে ৷ দীর্ঘ 9 বছর পর অবশেষ গলতে শুরু করে বরফ ৷ বান্দ্রায় সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা যায় অরিজিৎ সিংয়ের গাড়ি ৷ তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, এই জুটি নতুন কিছু উপহার দিতে চলেছে ৷ হলও তাই ৷ প্রথমবার সলমন খানের ছবির গানে গলা দিলেন অরিজিৎ সিং ৷

আরও পড়ুন: রোহিতের কপ ইউনিভার্সে নয়া এন্ট্রি, এসিপি সত্য হয়ে আসছেন টাইগার

ABOUT THE AUTHOR

...view details