কলকাতা, 23 ডিসেম্বর: শেষ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ অনুষ্ঠানের শেষ সন্ধ্যায় প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় রবীন্দ্র সদন অডিটোরিয়ামে । তাঁদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, ঈশা সাহা, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, অরিন্দম শীল, অরূপ বিশ্বাস-সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টরা(Prize Distribution Ceremony in KIFF 2022)।
- 36 বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ৷ ট্রফি হাতে রোজারিওতে ফিরেছেন মেসি ৷ এবার 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নীল সাদার জয়জয়কার । 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজস' বিভাগে আর্জেন্তিনার ছবি 'হিটলার'স দ্য উইচ' ছবির জন্য পুরস্কার পেলেন পরিচালক এরনেস্টো আরডিটো এবং ভিরনা মোলিনা । 117 মিনিটের এই ছবি সকলের মন কেড়ে নেয়। এদিন পুরস্কার বিজয়ের কথা ঘোষণা হতেই মেসির জার্সি গায়ে মঞ্চে ওঠেন ভিরনা মোলিনা । মেসিকে ঘিরে এদিন আবেগে ভাসেন তিনি (Argentine Film won Prize in KIFF 2022)।
- 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম' বিভাগে পুরষ্কৃত হয় 'নাইব্রেয়াম'। পরিচালক নেহা শর্মা(Award Gala in KIFF 2022) ।
- 'স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ইন বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম' জিতে নিল- 'জিউনিওটা'। পরিচালক নবপান ডেকা। একই সঙ্গে পুরস্কৃত হল প্রসেনজিৎ চৌধুরীর পরিচালিত 'হাতের স্পর্শ'।
- 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম'-এর শিরোপা পেল প্রত্যয় সাহা নির্মিত 'ম্যায় মেহমুদ'।
- 'নেটপ্যাক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম' জিতে নিল তাজিকিস্তানের ছবি 'ডি ও ভি' (ফরচুন)। ছবির পরিচালক মুহিউদ্দিন মুজাফফর।
- 'স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্মস ক্যাটাগরি'তে পুরষ্কৃত ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত ও পাওলি দাম অভিনীত ছবি 'ছাদ'। একইসঙ্গে ববি শর্মা বরুয়া নির্মিত 'সিকাইসাল' ছবিও জিতে নিল পুরস্কার।
- 'হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ'-এর শিরোপা পেল ভাস্কর মৌর্য পরিচালিত 'মুঠ্যা'।
- 'হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর ইন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্মস' ক্যাটাগরিতে তাঁর 'নানেরা' ছবির জন্য পুরস্কার পেলেন পরিচালক দীপঙ্কর প্রকাশ।
- 'স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজস'- বিভাগে পুরস্কার পেল ইরানি ছবি 'সাইলেন্ট গ্লোরি'। ছবির পরিচালক নাহিদ হাসিনজাদে।