ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিয়ে করছেন আরবাজ খান! পাত্রী বলিউডের তারকা মেক-আপ আর্টিস্ট, রইল বিস্তারিত পরিচয় - entertainment

Arbaaz Khan Wedding: জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে বিচ্ছেদর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান ৷ শোনা যাচ্ছে, 24 ডিসেম্বর বলিউড মেক-আপ আর্টিস্ট সৌরা খানকে 'নিকাহ' করতে চলেছেন মালাইকা অরোরার প্রাক্তন স্বামী ৷

Etv Bharat
বিয়ে করছেন আরবাজ খান!
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:20 AM IST

Updated : Dec 22, 2023, 10:26 AM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বছর শেষে বড় খবর ৷ খান পরিবারে এখন বিয়ের মরশুম ৷ ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আরবাজ খান ৷ পাত্রী দীর্ঘ চারবছরের সঙ্গী জর্জিয়া আন্দ্রিয়ানি নন ৷ বরং এই পাত্রীকে শুধুমাত্র চেনেন বলিউডের অন্দরমহল লোকেরাই ৷ সূত্রের খবর, সৌরা খানকে পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করতে চলেছেন আরবাজ ৷ সরকারিভাবে এই খবর সামনে না এলেও বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে বিটাউনে ৷ জানেন কে এই সৌরা খান?

24 ডিসেম্বর বিয়ের তারিখ সামনে এলেও সেই আসর খানেদের গ্যালাক্সি আপার্টমেন্টে বসবে কি না তা এখনও জানা যায়নি ৷ তবে জানা গিয়েছে সৌরার পরিচয় ৷ তিনি আসলে বলিউডের পরিচিত মেক-আপ আর্টিস্ট ৷ জানা গিয়েছে, সৌরা বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন ও তাঁর মেয়ে রাশা থাডানির প্রফেশনাল মেক-আপ আর্টিস্ট হিসেবে কাজ করেন ৷ তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল চেক করলে জানা যায়, তিনি 350টির বেশি ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 13 হাজারের একটু বেশি ৷ তিনি নিজে ফলো করেন 423 জনকে ৷ শুধু তাই নয়, সৌরা খান নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করে রেখেছেন ৷ ফলে এর থেকে বেশি আর কোনও তথ্য আপাতত পাওয়া যায়নি ৷

সূত্রের খবর, 'পাটনা শুক্লা' ছবির শেটে পরিচয় সৌরার সঙ্গে পরিচয় হয়েছিল আরবাজের ৷ বিবেক বুদাকোটি পরিচালিত এই ছবির প্রযোজক হলেন আরবাজ ৷ ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন রবিনা টন্ডন, চন্দন রায় স্যান্যাল, মানব ভিজ, যতিন গোস্বামী, অনুষ্কা কৌশিক ও প্রয়াত সতীশ কৌশিক ৷ অনুমান করা যায়, রবিনার মেক-আপ আর্টিস্ট সৌরা সেই ছবির শুটিং স্পটে ছিলেন ৷ সেখান থেকেই আরবাজ খানের সঙ্গে পরিচয় ৷ সেখান থেকেই শুরু সম্পর্কের।
অন্যদিকে, 1998 সালে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আরবাজ ৷ 2002 সালে তাঁদের এক পুত্র সন্তান হয়, নাম আরহান খান ৷ এরপর 2017 সালে দীর্ঘ সম্পর্ক শেষে আরবাজ ও মালাইকার বিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর মালাইকা সম্পর্ক জড়ান অর্জুন কাপুরের সঙ্গে ৷ অন্যদিকে, আরবাজ খানের নাম জড়ায় ইতালিয়ান অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ৷ নানা অনুষ্ঠানে আরবাজ খানের সঙ্গে দেখা যেত জর্জিয়াকে ৷

তাঁদের এই প্রেম দীর্ঘ চারবছর স্থায়ী ছিল ৷ তবে আচমকাই তাঁদের বিচ্ছেদর খবর সামনে আসে ৷ এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছেন, এই বিচ্ছেদের পর তাঁরা খুব ভালো বন্ধু ৷ আরবাজের জন্য তাঁর যে অনুভূতি ছিল, তা সবসময় থাকবে ৷ তারপরই সামনে আসে আরবাজ খানের বিয়ের গুঞ্জন ৷ এখন সেই গুঞ্জনে বিয়ের ভ্রমর বসে কি না তা জানা যাবে 24 ডিসেম্বর ৷

Last Updated : Dec 22, 2023, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details