পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

AR Rahman's Daughter Khatija Marriage : বিয়ের পিঁড়িতে বসলেন এআর রহমানের কন্যা খাতিজা রহমান - Khatija Rahman weds Riyasdeen Shaik Mohamad

বিয়ের পিঁড়িতে বসলেন অস্কার জয়ী সঙ্গীতজ্ঞ এআর রহমানের কন্যা খাতিজা রহমান ৷ অডিয়ো ইঞ্জিনিয়র রিয়াসদিন শাইক মোহাম্মদের সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি (Khatija Rahman weds Riyasdeen Shaik Mohamad) ৷

Khatija Rahman Riyasdeen Shaik Mohamad Marriage
বিয়ের পিঁড়িতে বসলেন এআর রহমানের কন্যা খাতিজা রহমান

By

Published : May 6, 2022, 10:59 AM IST

হায়দরাবাদ, 6 মে :এবার বিয়ের পিঁড়িতে বসলেন অস্কার জয়ী সঙ্গীতজ্ঞ এআর রহমানের কন্যা খাতিজা রহমান ৷ গত 5 মে সঙ্গীতজ্ঞ তথা অডিয়ো ইঞ্জিনিয়র রিয়াসদিন শাইক মোহাম্মদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি (Khatija Rahman Riyasdeen Shaik Mohamad Marriage) ৷ তামিলনাড়ুর চেন্নাইতে বৃহস্পতিবার নতুন পথ চলা শুরু করলেন এই নবদম্পতি ৷ বিবাহে উপস্থিত ছিলেন শুধুমাত্র আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই ৷

অনুরাগীদের জন্য এই নিজেই সোশ্যাল মিডিয়ায় এই আনন্দ অনুষ্ঠানের বেশকিছু ছবি শেয়ার করেছেন এ আর রহমান ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন,"সর্বশক্তিমান এই নবদম্পতিকে আশীর্বাদ করুন .. আপনাদের শুভ কামনা এবং ভালবাসার জন্য অগ্রিম ধন্যবাদ ৷' পারিবারিক এই ছবিটি সামনে আসতে না আসতেই নেটপাড়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেন রহমান ফ্যানেরাও ৷

অডিয়ো ইঞ্জিনিয়র রিয়াসদিন শাইক মোহাম্মদের সঙ্গে নতুন জীবন শুরু করলেন এআর রহমানের কন্যা খাতিজা রহমান

আরও পড়ুন : গ্রীষ্মের দাবদাহে গোয়ায় বিচ ভ্যাকেশন 'ট্রিপল-আর' খ্যাত শ্রিয়ার

খাতিজাকে অবশ্য খুব কমই দেখা যায় জনসমক্ষে ৷ পর্দার পিছনে থাকতেই বেশি পছন্দ করেন তিনি ৷ তবে এদিন নিজেও সোশ্যাল মিডিয়ায় এই নতুন পথ চলার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিন। আমার মনের মানুষ রিয়াসদিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ৷" প্রসঙ্গত গত বছরের 29 ডিসেম্বর খাতিজা এবং রিয়াসদিনের বাগদান হয়।

ABOUT THE AUTHOR

...view details