হায়দরাবাদ, 10 নভেম্বর: বাঙালির ভাবাবেগে আঘাত দিলেন অস্কারজয়ী পরিচালক এ আর রহমান ৷ কবি নজরুল ইসলামের কারার ওই লৈহ কপাট গানের রিমেক করে নেটপাড়ায় বিতর্কের মুখে পড়েছেন এই স্বনামধন্য সঙ্গীতশিল্পী ৷ নেটিজেনদের অভিযোগ, রিমেক করে নজরুল ইসলামের গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। এমন স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যায় না বলে উত্তাল সোশাল মিডিয়া ৷
10 নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেল পিপ্পা ৷ 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন 45 ক্যাভালরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম সিং মেহতা ৷ তাঁর জীবনকে কেন্দ্র করেই তৈরি এই সিনেমা ৷ সেই সিনেমায় কাজ করেছেন সুরকার এ আর রহমান ৷ বাংলার সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সেই লড়াই পর্দায় তুলে ধরেছেন পরিচালক রাজাকৃষ্ণ মেনন ৷ প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা৷
এই ছবিতে বলরাম সিং মেহতার চরিত্রে দেখা যাবে ঈশান খট্টরকে ৷ রয়েছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলির মতো অভিনেতারা ৷ ছবিটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর জন্য সুরকার এআর রহমান বেছে নিয়েছিলেন নজরুলগীতি ৷
সেই গানের সুর আদ্যপ্রান্ত বদলে ফেলেছেন রহমান ৷ তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন এপার বাংলা-ওপার বাংলার সাধারণ মানুষ ৷ নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায় ৷ কেউ লিখেছেন, "কিছু গান, কিছু কবিতা এবং কিছু সুরের সামান্য বদলও করা যায় না। একজন মহান শিল্পী হিসেবে আপনার সেটা বোঝা উচিত।" কারও মন্তব্য, "একি কান্ড!! সুর নিয়ে এমন স্বেচ্ছাচারিতা অত্যন্ত নিন্দনীয় কাজ। ধিক্কার জানাই।" কেউ লিখেছেন, "এই ধৃষ্টতা ও ভুল এআর রহমানের কাছে কাম্য ছিল না।"