মুম্বই, 11 জানুয়ারি:যাঁর বিশ্বব্যাপি খ্যাতি, একদিন তিনিও খারাপ সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন ৷ আজ যাঁর হাতে অস্কার উঠেছে, একদিন পরিবারকে খাওয়ানোর মতো অর্থ তাঁর কাছে ছিল না ৷ তিনি এআর রহমান ৷ 57 বছর বয়সী সঙ্গীত তারকা প্রথমবার নিদের সেই দুর্দিনের কথা বললেন প্রকাশ্যে ৷
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটি সোসাইটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'জয় হো' সঙ্গীত তারকা ৷ সেখানে একাধিক পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় জীবনের অন্ধকার দিক, সম্পর্ক ও কেরিয়ারের অজানা দিক তুলে ধরেন শিল্পী ৷ খারাপ সময় সকলেরই আসে ৷ সেটাকে অতিক্রম করে জীবনের ছন্দে এগিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ ৷ রহমান বলেন, "আমাদের প্রত্যেকে খারাপ সময়ের সম্মুখীন হয় ৷ একটা কথা বলা যেতে পারে, সেই সময়টা অতিক্রম করাই বড় ব্যাপার ৷ আমরা এই পৃথিবীতে জন্মাই, একটা সময়ের পর চলেও যাই ৷ কোনও কিছুই স্থায়ী নয় এখানে ৷ আমরা নিজেদেরকে জীবনের কোথায় নিয়ে যাব সেটা নির্ভর করে আমাদের কল্পনা ও ভাবনাচিন্তার উপরে ৷"
শিল্পী আরও বলেন, "আমি যখন কিশোর বয়সে ছিলাম তখন আত্মহত্যার কথা ভেবেছিলাম ৷ আমার মা বলতেন, যদি তুমি অন্যের জন্য বাঁচো, তাহলে এই ধরনের চিন্তা তোমার আসবে না ৷ আমি মায়ের থেকে পাওয়া সুন্দর এই উপদেশ আজও মনে রেখেছি ৷ যদি তুমি অন্যের জন্য বাঁচো তাহলে তুমি স্বার্থপর হতে পারবে না ৷ সেখানে তোমার জীবনের একটা মানে তৈরি হবে ৷ যখন তুমি কারোর জন্য গান তৈরি করছ, কারোর জন্য কিছু লিখছ, কারোর জন্য খাওয়ার কিনছ বা কাউকে দেখে একটু হেসে কথা বলছ, সেই সব কিছু পজিটিভ চিন্তভাবনা গেঁথে যায় মনে ৷ একবার মনে হবে সবার জন্য সবকিছু করা হয়ে গিয়েছে ৷ তারপর দেখা যাবে সেই জার্নি যেন আবার নতুন করে শুরু হচ্ছে ৷"
সম্প্রতি অস্কারজয়ী শিল্পী 'পিপ্পা' ছবির গানের দায়িত্ব সামলেছেন ৷ ঈশান খট্টর ও ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবিতে ব্যবহার করা নজরুল গীতির সুর পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে পড়েন এআর রহমান ৷ সঙ্গীত জগতে আলোড়ন পড়ে যায় শিল্পীর কাজ নিয়ে ৷ নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন তিনি ৷