হায়দরাবাদ, 4 মে:মুক্তির আগেই হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ এরই মধ্যে একটি ভিডিয়ো শেয়ার করে এই ছবি নিয়ে নিজের অসন্তোষ ঠারেঠোরে বুঝিয়ে দিলেন মাদ্রাজের মোৎজার্ট এআর রহমান ৷ সেই ভিডিয়োয় দেখানো হয়েছে, কেরলের একটি মসজিদে সমস্ত হিন্দু রীতিনীতি মেনে একটি বিয়ে সম্পন্ন হয়েছে ৷ মানবতার প্রতি ভালোবাসাকেই তুলে ধরতে চেয়েছেন অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী ৷
তাঁর টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে এআর রহমান লিখেছেন, "সাবাশ, মানবতার প্রতি ভালোবাসা নিঃশর্ত ও নিরাময়ের হতে হবে ৷" বিয়ের ভিডিয়োটি একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন ৷ সেখানে একটি তাৎপর্যপূর্ণ ক্যাপশনে লেখা হয়েছে, "এটা আরেকটি কেরালা স্টোরি"।
এ আর রহমান 2020 সালে একটি মসজিদের অভ্যন্তরে অনুষ্ঠিত দম্পতি অঞ্জু এবং শরথের হিন্দু বিবাহের পোস্টটি শেয়ার করেছেন । হিন্দু পুরোহিত হিন্দু রীতি মেনে বিবাহটি সম্পন্ন করেন ৷ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বিশেষ অর্থের জোগান না থাকায় কনের মা মসজিদ কমিটির কাছে অনুরোধ করেছিলেন ৷ তারপরই ওই হিন্দু বিয়ে মসজিদে করার অনুমতি দেয় কর্তৃপক্ষ ৷ ওই পরিবার সম্প্রতি বাড়ির উপার্জনকারীকে হারিয়েছে ৷ ফলে তাদের কাছে টাকা-পয়সার অভাব ছিল ৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেই সময়ে এই বিয়েকে "কেরলের একতার উদাহরণ" বলে অভিহিত করেছিলেন । তিনি টুইটে লেখেন, "নব দম্পতি, পরিবার, মসজিদ কর্তৃপক্ষ এবং চেরাভালির জনগণকে অভিনন্দন ।"