হায়দরাবাদ, 14 জুন: গত 5মে চেন্নাইয়ে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই চারহাত এক হয়েছিল এ আর রহমান-কন্যা খাতিজা রহমান এবং অডিয়ো ইঞ্জিনিয়ার রিয়াসদিন শেখ মহম্মদ AR Rahman's daughter Khatija tied the knot with Riyasdeen Shaik Mohamed. The couple got married on May 5) ৷ এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর মেয়ের নিকাহর ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন এ আর রহমান নিজে (AR Rahman releases video of her daughter Khatija's wedding) ৷
সম্প্রতি ছবি এবং ভিডিয়ো শেয়ারিং সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রামে খাতিজা-রিয়াসদিনের নিকাহর ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে সুরের সম্রাট লেখেন, "দুই আত্মার মিলন ৷" গত বছরের শেষদিকে রিয়াসদিনের সঙ্গে বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল রহমান-কন্যার ৷ সমস্ত ধর্মীয় রীতি-নীতি মেনেই গত 5মে বিবাহবন্ধনে আবদ্ধ হন খাতিজা-রিয়াসদিন ৷ রহমান-কন্যাও সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর বিয়ের ভিডিয়ো পোস্ট করে নিয়েছেন ৷