পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

এআর রহমানের গাড়ি আটকালেন বিদেশি অনুরাগী, তারপর যা হল দেখুন ভিডিয়োয় - AR Rahman With Fan

AR Rahman With Fan: অনুরাগীদের সঙ্গে বরাবরই আলাপচারিতায় মেতে ওঠেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী এআর রহমান ৷ এবার রাস্তায় দাঁড়িয়ে তাঁর গান অনুরাগীর কণ্ঠে ৷ নিজের ফোনে রেকর্ড করলেন সেই গানও ৷

Etv Bharat
অনুরাগীর সঙ্গে এআর রহমান

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 12:39 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: আচমকাই অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমানের গাড়ি আটকালেন এক মহিলা ৷ তারপর যা করলেন তা দেখে হতবাক শুধু রহমান নয়, গোটা দুনিয়া ৷ শেয়ার হওয়া ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই তা নিমেষে ভাইরাল ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, দুবাইতে গাড়িতে করে ফিরছিলেন বিশ্বখ্যাত সুরকার রহমান ৷ তাঁকে দেখে আচমকাই এক ফ্রেঞ্চ-ইন্দোনেশিয়ান অনুরাগী তথা শিল্পী গাড়ির সামনে চলে আসেন ৷ তাঁর নাম সেলিনডি মাতাহারি ৷ তিনি রহমানের গানের ভীষণ বড় ভক্ত ৷ রাস্তায় দাঁড়িয়েই গিটার বাজিয়ে রহমানের গান গেয়ে শোনালেন ওই অনুরাগী ৷

সেলিনডি নিজের সোশাল হ্যান্ডেলে লিখেছেন, "এটা আমার কাছে সত্যিই সম্মানের বিষয় ৷ অবশেষে লেজেন্ড এআর রহমানের সাক্ষাৎ পেয়েছি ৷ ধন্যবাদ আপনাকে আমাকে একটা আপনার জন্য গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য ৷" ভিডিয়োটিতে দেখা গিয়েছে ফ্রেঞ্চ-ইন্দোনেশিয়ান ওই শিল্পী গিটারের তারে সুর তুলে গান বন্দেমাতরম গানটি ৷ এআর রহমানের গলায় যে গান বিশ্ববন্দিত ৷

একজন অনুরাগী ও তাঁর আইডলের সঙ্গে এমন ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷ কেউ বলেছেন, "এআর রহমানের সামনে বন্দেমাতরম গান গাওযার সুযোগ পাওয়া বড় ব্যাপার ৷" আবার কেউ বলেন, " আমর কী চাই, মহান শিল্পী তোমার গান ফোনে রেকর্ড করেছেন ৷" আবার কেউ লিখেছেন, "একমাত্র এআর রহমানের মতো সঙ্গীতশিল্পীই অচেনা এক আর্টিস্টকে এই সম্মান দিতে পারেন ৷"

উল্লেখ্য, তিন সপ্তাহ আগে রহমান তামিলনাড়ুর নাগাপাট্টিনামের নাগোর দরগায় কান্দারি ফেস্টিভ্যাল অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছেছিলেন অটো-রিক্সায় চেপে ৷ সেই ছবি দেখে মানুষ হিসাবে নেটিজেনদের মনে জায়গা করে নেন শিল্পী ৷ পাশাপাশি কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার, চড়াই-উতরাই নিয়ে কথা বলেছিলেন আল্লাহ রাখা ৷ অস্কারজয়ী সুরকার জানিয়েছিলেন, একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি ৷ তবে সেসব ভাবনা এখন অতীত ৷ বর্তমানে গান ও পরিবার নিয়েই জীবনের ছন্দে এগিয়ে চলেছেন এআর রহমান ৷

ABOUT THE AUTHOR

...view details