কলকাতা, 12 জানুয়ারি: হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান 'এই রাত তোমার আমার' নিশ্চই শুনেছেন ৷ গানের সেই লাইনকে ছবির নাম হিসাবে ঘোষণা করেছেন পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ তবে চমক অন্য জায়গায় ৷ অনস্ক্রিন জুটিতে পর্দায় ফিরছেন এভারগ্রিন জুটি অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। সামাজিক মাধ্যমে তারকাদের প্রথম লুক শেয়ার করা হল হইচই স্টুডিয়োর তরফ থেকে ৷
পরিচালক পরমব্রতও সোশাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার করেছেন ৷ যেখানে লেখা, "এভারগ্রিন জুটি ফিরছে বড় পর্দায় হইচই স্টুডিয়োজ-এর হাত ধরে! প্রকাশ্যে হইচই স্টুডিয়োর প্রযোজনায় দ্বিতীয় ছবি এই রাত তোমার আমার-এর প্রথম ঝলক ৷" জানা গিয়েছে, একটা রাতের ঘটনা উঠে আসবে ‘এই রাত তোমার আমার’ ছবিতে । অতীতের স্মৃতি, সম্পর্কের টানাপোড়েনের ঝলকের সাক্ষী থাকবেন দর্শক । ছবি প্রযোজনার দায়িত্বে হইচই স্টুডিয়োজ। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির শুটিং কবে থেকে শুরু হবে বা কোথায় কোথায় হবে তা এখনও জানা যায়নি ৷ আপাতত টলিউড পাড়ার দুই পোড় খাওয়া অভিনেতাদের অভিনয় দেখার অপেক্ষায় রইল অনুরাগীরাও ৷
এর আগে পরিচালক মৃণাল সেনের 'একদিন অচানক' এবং 'মহাপৃথিবী' ছবিতে অভিনয় করলেও কখনই একে অপরের বিপরীতে দেখা যায়নি তাঁদের। পরবর্তীতে সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা' ছবিতেও প্রতিদ্বন্দ্বী দুই উকিল এবং প্রাক্তন যুগলের ভূমিকায় ধরা দিয়েছিলেন তাঁরা। এছাড়াও অঞ্জন দত্ত অভিনীত 'যুগান্ত' ছবির পরিচালক ছিলেন অপর্ণা সেন। সূত্রের খবর, প্রথমবার স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে ৷
পিয়ার সঙ্গে হানিমুন সেরে এসেই কাজে মন দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজের জায়গা বুঝিয়ে দিচ্ছেন পরম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ বানিয়েছেন তিনি। তাঁর পরিচালনায় ওয়েব সিরিজ 'পর্ণশবরীর শাপ' জনপ্রিয়তা পেয়েছে। শেষ করেছেন 'হাওয়া বদল টু'র কাজ ৷ জানা গিয়েছে, চলতি বছরে হিন্দি ছবির পরিচালনাও করবেন পরমব্রত। প্রসঙ্গত, বলিউডে সুধীর মিশ্রর সঙ্গে একটি অ্যান্থোলজির কাজ শেষ করেছেন অভিনেতা। এ ছাড়াও মুম্বই পাড়ায় রয়েছে তাঁর আরও কিছু কাজ ৷ তবে, এই মুহূর্তে 'এই রাত তোমার আমার' ছবি নিয়েই ব্যস্ত পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।