মুম্বই, 5 মে:আন্তর্জাতিক ফ্য়াশন ইভেন্টে রীতিমতো সকলের ঘুম কাড়ছেন বলি সুন্দরীরা ৷ কয়েকদিন আগেই মেট গালায় ঝড় তুলেছিলেন আলিয়া ভাট ৷ অভিষেকেই সকলের মন কেড়ে নিয়েছিলেন পর্দার গঙ্গুবাঈ ৷ তাঁর ভঙ্গিমা থেকে শুরু করে মোহময়ী চাহনি নজর কেড়েছে বিদেশী অনুরাগীদের ৷ আর এবার কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করতে চলেছেন বিরাট পত্নী তথা জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ অস্কার জয়ী অভিনেত্রী কেট উইন্সলেটের সঙ্গে 'উইমেন ইন সিনেমা' নামক একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ৷
ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন সম্প্রতি একটি টুইটের মাধ্যমে এই কথা সকলকে জানিয়েছেন ৷ ইমানুয়েল তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এদিন বিরাট এবং অনুষ্কার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে ক্য়াপশনে তিনি লিখেছেন, "বিরাট এবং অনুষ্কার সঙ্গে কথা বলে দারুণ লাগল ৷ বিরাট এবং ভারতীয় টিমকে তাঁদের আগামী টুর্নামেন্টগুলির জন্য় শুভেচ্ছা জানাই ৷ একইসঙ্গে অনুষ্কার সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে তাঁর সফর নিয়ে আলোচনা হল ৷ "