পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anushka Sharma in Cannes:কান চলচ্চিত্র উৎসবে অনুষ্কা, দীপিকার পর বিশেষ আমন্ত্রণ পেলেন বিরাট পত্নীও - Anushka to make her Debut in Cannes Film Festival

বলি সুন্দরী অনুষ্কা শর্মা এবার পা রাখতে চলেছেন 76তম কান চলচ্চিত্র উৎসবে ৷ এই মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে উৎসব ৷

Anushka Sharma in Cannes
কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করতে চলেছেন অনুষ্কা

By

Published : May 5, 2023, 1:09 PM IST

মুম্বই, 5 মে:আন্তর্জাতিক ফ্য়াশন ইভেন্টে রীতিমতো সকলের ঘুম কাড়ছেন বলি সুন্দরীরা ৷ কয়েকদিন আগেই মেট গালায় ঝড় তুলেছিলেন আলিয়া ভাট ৷ অভিষেকেই সকলের মন কেড়ে নিয়েছিলেন পর্দার গঙ্গুবাঈ ৷ তাঁর ভঙ্গিমা থেকে শুরু করে মোহময়ী চাহনি নজর কেড়েছে বিদেশী অনুরাগীদের ৷ আর এবার কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করতে চলেছেন বিরাট পত্নী তথা জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ অস্কার জয়ী অভিনেত্রী কেট উইন্সলেটের সঙ্গে 'উইমেন ইন সিনেমা' নামক একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ৷

ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন সম্প্রতি একটি টুইটের মাধ্যমে এই কথা সকলকে জানিয়েছেন ৷ ইমানুয়েল তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এদিন বিরাট এবং অনুষ্কার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে ক্য়াপশনে তিনি লিখেছেন, "বিরাট এবং অনুষ্কার সঙ্গে কথা বলে দারুণ লাগল ৷ বিরাট এবং ভারতীয় টিমকে তাঁদের আগামী টুর্নামেন্টগুলির জন্য় শুভেচ্ছা জানাই ৷ একইসঙ্গে অনুষ্কার সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে তাঁর সফর নিয়ে আলোচনা হল ৷ "

বিরাটকে এদিন দেখা গিয়েছে বাদামি টি-শার্ট এবং কালো ট্রাউজারে ৷ অন্য়দিকে, অনুষ্কার পরণে ছিল নীল টপ আর ঢিলেঢালা কালো ট্রাউজার ৷ এর আগে 75তম কান চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে ৷ তিনি ছিলেন জুরির অংশ ৷ ফরাসি এই উৎসবে এর আগে শর্মিলা ঠাকুর, ঐশ্বর্য রাই বচ্চন, বিদ্যা বালনের মতো সুন্দরীদের রেড কার্পেট মাতাতে দেখা গিয়েছে ৷ এবার দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷

76তম কান চলচ্চিত্র উৎসবটি আয়োজিত হবে 16 মে থেকে 27 মে পর্যন্ত ৷ প্রতিবারের মতো এবারও ফ্রেঞ্চ রিভেরায় হতে চলেছে এই অনুষ্ঠান ৷ অনুষ্কা এখন রীতিমতো চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'চাকদহ এক্সপ্রেস' নিয়ে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে ভারতীয় গতি তারকা ঝুলন গোস্বামীর ভূমিকায় ৷ সেই ছবির হাত ধরেই লম্বা বিরতির পর আবার পর্দায় ফিরবেন নায়িকা ৷

আরও পড়ুন:পালটে গেল 'মেয়েবেলা'র বীথি মাসি, রূপার বদলি অনুশ্রী

ABOUT THE AUTHOR

...view details