মুম্বই, 11 ডিসেম্বর:দেখতে দেখতে কেটে গেল পাঁচটা বছর ! বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) আজ পঞ্চম বিবাহ বার্ষিকী ৷ এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছা জানালেন ক্রীড়া ও বিনোদনের এই জুটি ৷ হাবির জন্য অভিনেত্রীর উষ্ণ শুভেচ্ছায় রয়েছে রসিকতার খোরাক ৷ তবে ভারতীয় ক্রিকেটার আজকের দিনে গা ভাসিয়েছেন প্রেমের জোয়ারে (Virat-Anushka Wedding Anniversary)৷
বিরাট কোহলিকে পঞ্চম বিবাহ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে বেশ কয়েকটি মজাদার তবে অর্থবহ ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা (Virushka Marriage Anniversary)৷ তার ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাদের উদযাপনে এই সুন্দর ছবিগুলি পোস্ট করার জন্য আজকের চেয়ে ভালো দিন আর কী আছে, আমার প্রিয় ! ছবি 1 - আমি জেনেছি যে তুমি সর্বদা আমার পিছনে আছো । ছবি 2- চিরকাল আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা থাকবে (উভয়েই অবিশ্বাস্যভাবে ভাগ্যবান), ছবি 3 - আমার দীর্ঘ এবং বেদনাদায়ক সন্তান প্রসবের পরদিন হাসপাতালের বিছানায় তুমি বিশ্রাম নিচ্ছো । ছবি 4 - আমরা বিভিন্ন জিনিসে ভালো স্বাদ রাখছি ৷ ছবি 5- কিছু এলোমেলো ৷ ছবি 6 - তুমি তোমার অনন্য অভিব্যক্তির দ্বারা আমার সব ছবি পোস্ট করার অযোগ্য করে দাও । ছবি 7- আমাদেরকে চিয়ার্স, মাই লভ, টুডে, টুমরো অ্যান্ড ফরএভার ৷"
পোস্ট করা ছবিগুলির মধ্যে প্রথমটিতে অনুষ্কা তাঁর হরর ফিল্ম 'পরী'-র একটি মর্ফড পোস্টার দিয়েছেন, যেখানে তাঁর পেছনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট ৷ একটি ছবিতে ভারতীয় ক্রিকেটারকে তাঁর মেয়ে ভামিকার কাছে ঘুমোতে দেখা যায় । 'রব নে বনা দি জোড়ি' অভিনেত্রী পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভক্তরা কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ে হার্ট এবং ফায়ার ইমোজি দিয়েছেন ৷ বিরাট নিজে লিখেছেন, "আমার ভালোবাসা"৷ বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন মৌনী রায়, কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কাইফ, ঈশা গুপ্তা, নার্গিস ফকরি-সহ অন্যান্য সেলিব্রিটিরা ৷