পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 31, 2023, 1:12 PM IST

Updated : Jan 31, 2023, 2:22 PM IST

ETV Bharat / entertainment

Virushka in Rishikesh: বৃন্দাবনের পর হৃষিকেশে বিরুষ্কা, ফের ভাইরাল যুগলের ছবি

অনুষ্কা-বিরাট এবার তীর্থ দর্শন সারলেন উত্তরাখণ্ডের হৃষিকেশে ৷ কিছুদিন আগে মেয়ে ভামিকার সঙ্গে তাঁদের দেখা গিয়েছিল বৃন্দাবনে (Anushka Sharma in Rishikesh with Virat Kohli ) ৷

Etv Bharat
অনুষ্কা বিরাট এবার তীর্থ দর্শন সারলেন উত্তরাখণ্ডের হৃষিকেশে

অনুষ্কা বিরাট এবার তীর্থ দর্শন সারলেন উত্তরাখণ্ডের হৃষিকেশে

মুম্বই, 31 জানুয়ারি:উত্তরাখণ্ডের হৃষিকেশে তীর্থ দর্শন সারলেন ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ 2023 সালের বর্ডার গাভাসকর ট্রফি শুরুর আগে বিরুষ্কা অংশ নিলেন এই তীর্থ ভ্রমণে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সফর শুরু হতে চলেছে কিছুদিনের মধ্য়েই ৷ তার আগে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন দম্পতি ৷ তাঁদের এই সফরের ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়া (Anushka Sharma in Rishikesh with Virat Kohli ) ৷

ভাইরাল ছবিগুলিতে এই দম্পতিকে দেখা গিয়েছে আশ্রমে শ্রদ্ধা নিবেদন করতে ৷ আশ্রমে নিয়ম মেনে অর্ঘ্য় প্রদাণ করার পর অনুরাগীদের অনেকের সঙ্গে সেলফিও তোলেন এই যুগল ৷ জানা গিয়েছে, আশ্রমে বিভিন্ন ধর্মীয় আচারও পালন করবেন তাঁরা ৷ শুধু তাই নয়, সাধারণ মানুষের জন্য় ভাণ্ডারার আয়োজন করতে চলেছেন তাঁরা ৷ কিছুদিন আগেই মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন বিরুষ্কা ৷ সেখানে সাধুসন্তদের সঙ্গে দেখা করেন তাঁরা ৷ বৃন্দাবনের সেবাকুঞ্জ আশ্রমে ঋষিদের সঙ্গে সাক্ষাৎ করেন দু'জনে ৷

অন্যদিকে, কাজ নিয়ে কথা বলতে গেলে অনুষ্কা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি চাকদহ এক্সপ্রেস নিয়ে ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসিত রায় ৷ আর অন্যদিকে ছবিটি প্রযোজনা করেছে অনুষ্কার হোম প্রোডাকশন কোম্পানি ক্লিন স্লেট ফিল্মজ। এই ছবিতে উঠে আসবে ভারতীয় দলের প্রাক্তন পেস-স্টার ঝুলন গোস্বামীর জীবন কাহিনি ৷ এই গতি তারকার ক্রিকেট কেরিয়ার এবং তাঁর লড়াই করে সাফল্যের শিখর ছোঁয়ার কাহিনিই শোনাতে চলেছেন অনুষ্কা ৷

আরও পড়ুন:বাংলা রিয়ালিটি শোতে প্রথমবার বিচারকের আসনে মৌনি, আসছে 'ডান্স বাংলা ডান্স' নতুন সিজন

অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় স্থানে কারা থাকবে তা নির্ণয়ের জন্য় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী বছরের বর্ডার-গাভাসকর ট্রফির লড়াই ৷ ভারত-অস্ট্রেলিয়ার লাল বলের লড়াই দেখতে মুখিয়ে আছেন সকলেই ৷ আর সেখানেই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরাটের ফর্মও ৷ ওডিআই ক্রিকেটে ইতিমধ্য়েই ফর্মে ফেরার আভাস দিয়েছেন তিনি ৷ তাই তাঁর ওপর আগামীতে অনেকটাই নির্ভর করে থাকবে গোটা দল ৷

Last Updated : Jan 31, 2023, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details