কলকাতা, 18 অক্টোবর: কলকাতায় পা রেখেই শুটিং-এ ব্যস্ত বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। 'চাকদহ এক্সপ্রেস'-এর (Chakdaha Express) জন্য ইডেনে রাতভর চলল শুটিং । গতকাল রাত থেকেই ইডেনে শুটিং শুরু হয়েছে ঝুলন গোস্বামীর বায়োপিকের (Jhulan Goswami)। আজও দিনভর চলবে ছবির কাজ ।
চার বছর পর ফের পর্দায় ফিরছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মা (Anushka in Kolkata)। পরিচালক প্রসিত রায়ের তত্ত্বাবধানে নেটফ্লিক্স অরিজিনালের জন্য তৈরি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি তারকা ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'। সেই ছবিতে ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুস্কা শর্মা । অভিনয়ের ব্যাপারে বেশ খুঁতখুঁতে তিনি ৷ তাই ঝুলনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে ক্রিকেটারের আদলে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী ।
বাংলার মেয়ের বায়োপিক যখন শুটিং-এর অনেকটা অংশই যে বাংলায় হবে তাতে কোনও সন্দেহ নেই ৷ সেই মতোই ছবির শুটিং শুরু হয়েছে ইডেন গার্ডেন্সে ৷ সে জন্য রবিবার রাতে কলকাতায় পা রাখেন অনুস্কা । তারপর সোমবার সারারাত ইডেনে চলেছে শুটিং ।