পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anushka Sharma Lauds Virat Kohli: 'তুমি আমার চিরন্তন গর্ব', বিরাট নিয়ে ভালোবাসার পোস্ট অনুষ্কার - Virat Kohli New zealand Match

রবিবার হিমাচলপ্রদেশের ধরমশালায় ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচই এখন চর্চায় ৷ বিরাট কোহলির 95 রানে বাজিমাত করেছে ভারত ৷ সঙ্গে শামির ধরাশায়ী করে দেওয়া বোলিং ৷ এই পারফরম্যান্সে সোশাল মিডিয়ায় আবেগী পোস্ট করলেন অভিনেত্রী ও বিরাট-স্ত্রী অনুষ্কা শর্মা ৷

ETV Bharat
বিরাট কোহলির প্রশংসায় সোশাল মিডিয়ায় পোস্ট স্ত্রী অনুষ্কার

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 1:56 PM IST

Updated : Oct 23, 2023, 2:13 PM IST

ধরমশালা, 23 অক্টোবর: কিউইদের বিরুদ্ধে ম্যাচে অনবদ্য 95 রান করেছেন তিনি ৷ তাও মাত্র 104 বলে ৷ আর এই ঘটনায় স্বভাবতই উচ্ছ্বসিত বিরাট-পত্নী অনুষ্কা ৷ স্বামীর সাফল্য নিয়ে তাঁর এই আনন্দ সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী ৷ তবে ভারতীয় ক্রিকেট দলের এই বিখ্যাত ব্যাটারের ব্যাটে রান না-উঠলে ভক্তরা তাঁকেই দায়ী করে ট্রোল করেন ৷

সোশাল মিডিয়ায় বিরাটের জন্য স্ত্রী অনুষ্কার পোস্ট

রবিবার আইসিসি বিশ্বকাপ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড ৷ শামির তুখোড় বোলিংয়ের সঙ্গে বিরাট কোহলির রানে বধ হয়েছে নিউজিল্যান্ডাররা ৷ একটুর জন্য শতরান হাতছাড়া হয়ে গেলেও ধরমশালায় এই ম্যাচে স্বমহিমায় ফিরলেন কোহলি ৷ রানকেই তাড়া করে বেরিয়েছেন তিনি ৷

এমন দুর্দান্ত পারফরম্যান্সে বিরাটকে নিয়ে সোশাল মিডিয়ায় কী লিখলেন অনুষ্কা ? ইনস্টায় তিনি বিরাটের রান নেওয়ার একটি মুহূর্তের ছবি পোস্ট করে, তার উপরে হৃদয় চিহ্ন এঁকে দিয়েছেন ৷ এরপরে তিনি খেলার একটি মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে বিরাটে ছক্কা হাঁকিয়েছেন ৷ তাঁর ব্যাটে বল লেগে বল বাউন্ডারি পেরিয়ে কিউই ফিল্ডারের হাতে ৷ ছয় মারতে গিয়ে বিরাট আউট ! আরেকটু হলেই শতরান ৷ কিন্তু নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বলে ততক্ষণে মাঠ থেকে বিদায় কোহলির ৷ এই ভিডিয়োটি পোস্ট করে অনুষ্কা লিখেছেন 'তোমার জন্য সবসময় গর্বিত' ৷

রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট ৷ আরসিবিও এদিন বিরাট কোহলির একটি ব্যাটিংয়ের ছবি পোস্ট করেছেন টিনসেল টাউনের অভিনেত্রী প্রাক্তন অধিনায়ককে 'স্টর্ম চেজার' উল্লেখ করেছেন ৷ 22 অক্টোবরের ম্যাচে বিরাট 8টি চার এবং 2টি ছয় মেরেছেন ৷

বিরাট কোহলির পারফরম্যান্সে নেটপাড়াতেও ঝড় উঠেছে ৷ তবে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং কখনও কখনও ঝিমিয়ে পড়লে অভিনেত্রীকে ট্রোলের শিকারও হতে হয় ৷ 2020 সালের আইপিএলে দুবাইয়ে বিরাটের খেলা নিয়ে মন্তব্য করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর ৷ তিনি কমেন্টারি দলে ছিলেন ৷ আর আরসিবি কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে গিয়েছিল ৷ সে সময় গাভাসকর বিরাট ও অনুষ্কার লকডাউনে ক্রিকেট খেলার কথা উল্লেখ করেছিলেন ৷ স্বভাবতই এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয় ৷ অনুষ্কাও সোশাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দেন ৷

আরও পড়ুন: ওয়ান-ডে ক্রিকেটে রান তাড়া করে জয়ের নাম বিরাট কোহলি

Last Updated : Oct 23, 2023, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details