পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ICC World Cup 2023: ভারত-পাক মহারণ! কোহলিদের চিয়ার আপ করতে স্টেডিয়ামে অনুষ্কা - বিশ্বকাপ

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমবার ওয়ার্ল্ড কাপ দেখতে দর্শকাসনে অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে দেখা যাবে বিরাট পত্নীকে ৷

Etv Bharat
ভারত-পাকিস্তান মহারণ দেখতে মাঠে অনুষ্কা

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 2:27 PM IST

হায়দরাবাদ, 14 অক্টোবর: বিশ্বকাপ জ্বরে কাবু দেশ ৷ শনিবার ভারত-পাকিস্তান মহাযুদ্ধ দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা প্রথমবার বিশ্বকাপের ম্যাচ দেখছেন গ্যালারিতে বসে ৷

মোতেরায় বসে টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে দেখা যাবে বিরাট-পত্নীকে ৷ শনিবার সকালেই একটি ভিডিয়ো ও ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায় ৷ একটিতে দেখা যায় আমেদাবাদ বিমান বন্দর থেকে বেরোচ্ছেন অনুষ্কা ৷ পাশাপাশি মাঝ আকাশে সচিন তেন্ডুলকর ও দীনেশ কার্তিকের সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিকেটার দীনেশ কার্তিক ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "ব়য়্যালটি অ্যাট 35 হাজার ফিট ৷ টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা ৷"

অন্যদিকে, ভারত-পাক দ্বৈরথ নিয়ে উত্তেজিত বলিউড তারকারাও ৷ আজ যে টিভির স্ক্রিন থেকে কারোর চোখ সরবে না, তা সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছেন বরুণ ধাওয়ান থেকে অর্জুন কাপুর ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুর একটি নোটিশ শেয়ার করে লিখেছেন, "আপনি যে নম্বরের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তা শনিবার দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত উপলব্ধ হবে না ৷ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ ৷" অন্যদিকে, বরুণ ধাওয়ানকে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার জার্সি পরে সোশাল মিডিয়ায় ছবি দিতে ৷ তিনি লিখেছেন, "ভারত খেলবে, মন থেকে খেলবে ৷ গর্বের সঙ্গে খেলবে ৷" শুধু তাই নয়, হৃতিক রোশন, জাহ্নবী কাপুর, রশ্মিকা মন্দানা, শ্রদ্ধা কাপুর, বিজয় দেবড়েকোন্ডা, ক্যাটরিনা কাইফ টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

ইতিমধ্যেই, অরিজিৎ সিং, নেহা কক্কর খেলার শুরুর আগে গান গেয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন ৷ যা লাইভ টেলিকাস্ট হয়নি ৷ তা ছিল শুধুমাত্র মাঠে আসা দর্শকদের বিনোদনের জন্য ৷ অরিজিৎ সিং গেয়েছেন 'লহেরা দো' ৷ অন্যদিকে, শুরু হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ ৷ ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন: ভারত-পাকিস্তান মহারণে 'শ্যাম বাহাদুর' ছবির টিজার

ABOUT THE AUTHOR

...view details