পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিশ্বকাপ ফাইনালে হার, কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার - অস্ট্রেলিয়া

World Cup Final 2023: বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট টিমকে ফাইনালে আটকে দিল অস্ট্রেলিয়া ৷ গ্যালারিতে বসে কোনওমতে কান্না-আবেগ সামলালেন বিরাট পত্নী ৷ পরে মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন ৷

Etv Bharat
কোহলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা অনুষ্কার

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 8:06 AM IST

Updated : Nov 20, 2023, 9:21 AM IST

হায়দরাবাদ, 20 নভেম্বর: একের পর এক জয় দেশবাসীর মধ্যে আশার সঞ্চার করেছিল । 140 কোটির দেশ ভেবেছিল, বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট টিমকে আটকানো মুশকিল ৷ কিন্তু স্বপ্নভঙ্গ হল দেশের ৷ স্বপ্নভঙ্গ রোহিত শর্মার টিমেরও ৷ ভারতের হারে যখন ভেঙে পড়েছেন টিম ইন্ডিয়ায় সদস্যরা তখন নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি গ্যালারিতে বসে থাকা ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরাও ৷ আবেগ চেপে রাখতে পারলেন না সন্তানসম্ভবা অনুষ্কা শর্মাও ৷ মাঠে নেমে বিমর্ষ কোহলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন স্ত্রী অনুষ্কা ৷

ফাইনাল ম্যাচের দুদিন আগেই নাকি আমেদাবাদ চলে গিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সেখানে স্বামী বিরাট কোহলির সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান ৷ সন্তানসম্ভবা স্ত্রী-কেও আগলে আগলে রাখেন স্বামী বিরাট ৷ ফাইনালের দিন স্বামী ও ইন্ডিয়া টিমকে সমর্থন জানাতে মেয়ে ভামিকাকে নিয়ে পৌঁছে যান নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ সেখানে তাঁর সঙ্গে দেখা যায় কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি, রবীন্দ্র ডাদেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাকেও ৷

গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই সবরমতীর তীরে বিশ্বকাপ জয়ের সলিল সমাধি ঘটে টিম ইন্ডিয়ার৷ গ্যালারিতে বসে অনুষ্কা দু'হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন ৷ চোখে হাত দিয়ে কোনওমতে নিজের আবেগ ও কান্না সামলাতে দেখা যায় অভিনেত্রীকে ৷ এর কিছুপরেই মাঠে নেমে আসেন তিনি ৷ জড়িয়ে ধরেন কোহলিকে ৷ বড় ধাক্কা সামলাতে স্বামী বিরাটের পাশে থাকেন তিনি ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই ভাইরাল হয়ে যায় ৷

উল্লেখ্য, খেলার শুরু থেকে ভারতীয় দলের পারফর্ম্যান্স দুর্দান্তভাবেই শুরু হয় ৷ অস্ট্রেলিয়া টিমের অসাধারণ ফিল্ডিংয়ের বেড়াজাল টপকে বল পার করছিল বাউন্ডারি ৷ ফলে ভারতবাসীর মতো গ্যালারিতে থাকা ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে সেই উত্তেজনা বারবার ধরা পড়ছিল ক্যামেরায় ৷ কিন্তু ভারতের করা 240 রানের টার্গেট তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হেট ও লাবুশেন ক্রিজে টিকে যেতেই স্পষ্ট হয়ে যায় খেলার ফলাফল ৷

Last Updated : Nov 20, 2023, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details