কলকাতা, 21 অক্টোবর: চাকদা এক্সপ্রেসের (Chakda Xpress) শ্যুটিং-এর সুবাদে বাংলায় রয়েছেন বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Enjoys Kolkata Street Food)৷ আর রাজ্যের বা দেশের বাইরের যাঁরাই বঙ্গে এসেছেন, তাঁরা বাঙালির রসনার স্বাদ নেননি এমন নজির বিশেষ মেলে না ৷ বিরাট-ঘরণীও বাদ গেলেন না ৷ শুটিং-এর ফাঁকে তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন মহানগরীর রকমারি স্ট্রিট-ফুড ৷ কখনও ঝালমুড়ির স্বাদে জিভকে তৃপ্ত করলেন, তো কখনও রাস্তায় কেটে দেওয়া পেয়ারায় কামড় বসালেন ৷ তিনি যে বাংলার খাবারের প্রেমে পড়ে গিয়েছেন, তা বোঝা গেল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ৷
শুক্রবার সকালে অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক কলকাতার স্ট্রিট ফুড পোস্ট করেছেন ৷ তাঁর ডায়েটের অংশ হিসাবে স্বাস্থ্যকর সেই সব রাস্তার খাবারই শ্যুটিং-এর ফাঁকে খাচ্ছেন বলে জানালেন অভিনেত্রী ৷ তিনি একটি রাস্তার বিক্রেতার ভিডিয়োও পোস্ট করেছেন, যিনি মশলা, পেঁয়াজ, টমেটো সহযোগে জিভে জল আনা ঝালমুড়ি তৈরি করছেন ৷
একটি কাগজের ঠোঙায় ঝালমুড়ির ছবি শেয়ার করেছেন বিরাট-পত্নী ।